ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ করতে চান ট্রাম্প

বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৭ , ০৯:৩৬ পিএম


loading/img

মিশরের রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

শুধু তাই নয় এ দলকে সন্ত্রাসী সংগঠনও বললেন তিনি। বুধবার এমন খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স ।  

ওই দুই সংবাদমাধ্যম জানায়, এ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছেন এমন প্রাক্তন ও বর্তমান মার্কিন কর্মকর্তাদের কাছে থেকে ব্রাদারহুড নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানতে পেরেছেন তারা। সংক্ষিপ্ত ওই গোয়েন্দা প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ। হোয়াইট হাউসের কাছে এ ব্যাপারে জানতে চেয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এছাড়াও মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর খবরে বলা হয়েছে, ব্রাদারহুড নিষিদ্ধের সম্ভাব্য প্রভাব বিচার করে কেন্দ্রিয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ একটি অভ্যন্তরীণ প্রতিবেদনও প্রকাশ করেছে। পলিটিকো সেই প্রতিবেদনটির অনুলিপি হাতে পেয়েছে।

১৯২৮ সালে জন্ম নেয়া মুসলিম ব্রাদারহুডের লাখ লাখ সমর্থক রয়েছে বিশ্বজুড়ে।

এপি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |