ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

টাকায় লোভ না করে খুঁজে বের করলেন আইডি কার্ড, করোনাকালে সততার উদাহরণ লিটন ইসলাম

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ , ০৬:১৩ পিএম


loading/img
লিটন ইসলাম

৩৫ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়েও টাকার প্রতি তার কোনো লোভ হলো না বরং বেগের ভেতর থেকে খুঁজে বের করলেন আইডি কার্ড। এরপর ব্যাগটির মালিককে খুঁজে বের করে টাকাগুলো ফিরিয়ে দেন লিটন ইসলাম। 
ঘটনাটি গেলো ৮ জুন বিকেলের। লিটন রাজধানীর কাওরান বাজারের বিএসইসি ভবনে সিঁড়িতে কুড়িয়ে পায় ব্যাগটি। ওই ভবনেই অবস্থিত টেলিভিশন চ্যানেল আরটিভিতে চাকরি করেন তিনি। ব্যাগটি পেয়ে তিনি দেখেন- ভেতরে অনেক টাকা। এরপর সেই ব্যাগ থেকে খুঁজে পান একটি আইডি কার্ড যাতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের একজন সদস্যের পরিচয় পাওয়া যায়। লিটনের মনে হয় ব্যাগটি হয়তো কোনো সাংবাদিকের হবে। তাই আরটিভির রিসিপশনের মাধ্যমে পরিচয় পাওয়া ব্যক্তিকে ফোন দেন। পরে নিশ্চিত হয়ে ব্যাগটি তিনি সযত্নে ফেরত দেন। 
করোনাকালে এমন দুঃসময়েও টাকাসহ ব্যাগটি ফেরত দিয়ে লিটন সৎ মানসিকতার অনন্য দৃষ্টান্ত দেখান। মা হারা লিটনের বাড়ি নোয়াখালী। বাবা থেকেও নেই। দুই ভাইয়ের মধ্যে লিটন ছোট। সুযোগ পেলে ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করার আশা জানান লিটন ইসলাম।
সি/
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |