ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার ওএসডি 

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২১ জুন ২০২০ , ০৭:৩০ পিএম


loading/img
ডিএসসিসির ওএসডি (জনসংযোগ) কর্মকর্তা উত্তম কুমার রায়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ডিএসসিসির সচিবের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ১৮ জুন ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক কাজের স্বার্থে জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়কে ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’হিসেবে সচিবের দপ্তরে সংযুক্ত করা হলো।

উল্লেখ্য, এর আগে গত ৩ জুন বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মো. আবু নাছেরকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস তথ্য (বেতার) ক্যাডারের এই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে গত ৩ জুন আদেশ জারি করে। এর আগে আবু নাছের বেতারের বহির্বিশ্ব কার্যক্রম বিভাগে কর্মরত ছিলেন। তার আগে আবু নাছের পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |