ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

বগুড়ায় পিডিবি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছে

সোমবার, ০৮ আগস্ট ২০১৬ , ০৬:৪৭ পিএম


loading/img

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) রাজশাহী ও রংপুর অঞ্চলকে নর্থ জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে রুপান্তরের প্রতিবাদে সোমবার বগুড়ায় ৬ষ্ঠ দিনের মতো কর্মবিরতি, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে কর্মকর্তা- কর্মচারীরা। এতে সৃষ্ট লোডশেডিংয়ে উত্তরাঞ্চলের লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন। 

বিজ্ঞাপন

সোমবার সকালে বগুড়া বিদ্যুৎ ভবনের মুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যুৎ ভবনের ভেতরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশ হয়।

এতে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, আনোয়ারুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল, শেখ ফিরোজ কবির, মিজানুর রহমানসহ অনেকে। 

বিজ্ঞাপন

বক্তারা বলেন, কোম্পানি বাতিল না করলে আগামী মঙ্গলবার হতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ৩ দিনের গণছুটিতে যাবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুষ্ঠূ পরিবেশ রক্ষার্থে অবিলম্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পদত্যাগ ও শাস্তির দাবিও জানান তারা।

কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের কারণে প্রতিদিনই অনির্ধারিত লোডশেডিং হচ্ছে। কোথায় কোনো কারণে বিদ্যুৎ এর সমস্যা হলে তা সহজে মেরামত করা হচ্ছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |