ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ঢাকাসহ ৬ বিভাগেই বৃষ্টি হতে পারে

আরটিভি নিউজ

শনিবার, ২১ নভেম্বর ২০২০ , ১২:০৫ পিএম


loading/img
আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে গতকাল শুক্রবার বৃষ্টি হয়েছে। আজও রাজধানীসহ ছয় বিভাগে হালকা বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে ।

আবহাওয়া অফিস থেকে আরও জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগের ‍কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

বিজ্ঞাপন

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আজ সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে এবং আজও হালকা বৃষ্টিপাত হতে পারে।  

শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১ পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ী মেঘলা থাকতে পারে। এছাড়াও হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে উত্তর-পশ্চিম ও উত্তরদিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

জিএম/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |