ঢাকাশুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের সভাপতি জুনায়েদ, সম্পাদক দাউদ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ০৬:৫৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে মো. জুনায়েদ শাহরিয়ার ও সাধারণ সম্পাদক পদে দাউদ রশিদ নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

কমিটির বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন- সানজিদা ফেরদৌস তিথি (সহসভাপতি), মালিহা ওয়াদুদ চাঁদনী (যুগ্ম সাধারন সম্পাদক), প্রমা সঞ্চিতা অর্থি (সাংগঠনিক সম্পাদক), নাফিসা ইসলাম (অর্থ সম্পাদক) এবং তামজীদ সৌমিক (প্রচার সম্পাদক)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মাজহারুল ইসলাম মুন্না এবং আহমদে সেজান নির্বাচিত হয়েছেন। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রধান নির্বাচন কমিশনার ও অ্যালামনাই তাসলিমা আক্তার শিখা এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যালামনাই সাব্বির আহমেদ এবং আলভি হোসাইন। 

বিজ্ঞাপন

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

২০২০ সালে ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত প্রায় ৪ শতাধিক অ্যালামনাই এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়েছেন। এমএসজে বিভাগের সাবেক শিক্ষার্থীরা বিশ্বের যে কোন প্রান্ত থেকে এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারেন। 

আরটিভি/একে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |