বাংলাদেশ ব্যাংকের অগ্নিকাণ্ড দুর্ঘটনা ছাড়া কিছুই না। এটা অনাকাঙ্খিত ঘটনা। প্রাথমকিভাবে দেখা হয়েছে, তেমন ক্ষতি হয়নি। যেগুলো পুড়েছে তা নরমাল, ওয়েস্ট ফাইল। বললেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনাস্থল ঘুরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
শফিকুল ইসলাম বলেন, একজন মহাব্যস্থাপকের চেম্বারে আগুন লাগে। ওখানে মূল্যবান কিছু ছিলো না।
নাশকতা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তদন্ত করে দেখা হচ্ছে।তবে এ অগ্নিকাণ্ড সামান্য ঘটনা। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এর সঙ্গে রিজার্ভ চুরির কোনো যোগসূত্র নেই।
নির্বাহী পরিচালক বলেন, একজন নির্বাহী পরিচালকের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি করা হয়েছে। এ কমিটি ২৮ মার্চের মধ্যে রিপোর্ট দেবেন।
বৃহস্পতিবার ব্যাংকের ১৪তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের কক্ষে আগুন লাগে।ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল ঘুর দেখেন অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী, গভর্নর, ডেপুটি গভর্নর।
জেএইচ