ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

হোয়াটসঅ্যাপের শর্ত না মানলে অ্যাকাউন্ট বন্ধ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১ , ০৩:২৭ পিএম


loading/img
হোয়াটসঅ্যাপের শর্ত না মানলে অ্যাকাউন্ট বন্ধ

যেসব ব্যবহারকারী হালনাগাদ নিয়মকানুন ও শর্তে সম্মতি দেবেন না, প্রথমে তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেবে হোয়াটসঅ্যাপ। এরপর একপর্যায়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

জানুয়ারিতে হোয়াটসঅ্যাপ তার হালনাগাদ নিয়মকানুন ও শর্ত ঘোষণা করে। এসব শর্তে ব্যবহারকারীর সম্মতি জানানোর জন্য তারা ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন শর্তে যদি কোনো ব্যবহারকারী সম্মতি না দেন, তবে তিনি বার্তা পাঠাতে কিংবা বার্তা গ্রহণও করতে পারবেন না।

আরও জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপের শর্তে সম্মতি না জানানো ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ‘নিষ্ক্রিয়’হিসেবে তালিকাভুক্ত করা হবে। আর ৪ মাস পর ‘নিষ্ক্রিয়’ অ্যাকাউন্ট মুছে ফেলা হবে। ১৫ মের মধ্যে নতুন শর্তে সম্মতি না জানানোয় ব্যবহারকারীরা আরও কিছু সময়ের জন্য হোয়াটসঅ্যাপে কল করা ও গ্রহণ করতে পারবেন। তবে তা বেশি সময়ের জন্য নয়।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |