শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছে। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজও ১-১ ব্যবধানে ড্র হয়েছে। কিন্তু ২ ম্যাচ টি-২০ সিরিজ কি হেরে যাবে বাংলাদেশ? সিরিজের প্রথম টি-২০তে হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই এ প্রশ্ন জাগছে। তবে জাতীয় ক্রিকেট দলের তরুণ সৈনিক মোসাদ্দেক হোসেন শোনালেন আশার বাণী।
প্রথম টি-২০তে টসের সময় হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন এ ফরম্যাটের বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এতে বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে নামে কালো মেঘ। শুরু হয় নানা আলোচনা। শেষমেষ সেই ম্যাচে হেরেও যায় বাংলাদেশ।
এ সিরিজের শেষ ও দ্বিতীয় টি-২০তে বৃহস্পতিবার মুখোমুখি হবে টাইগাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। তাই ম্যাচটি মাশরাফির জন্যই জিততে চান টাইগাররা।
কলম্বোয় দলের হোটেলে বুধবার সংবাদ সম্মেলনে মোসাদ্দেক বললেন, শেষ ও দ্বিতীয় ম্যাচটি বিদায়ী টি-২০ অধিনায়ককে উৎসর্গ করতে চায় খেলোয়াড়েরা। তাই এ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। আমি পারসোনালি বলবো, ম্যাচটি খেলবো শুধু মাশরাফি ভাইয়ের জন্য। আমরা সবাই চাইবো ওই ম্যাচ জিতে তাকে বিদায়ী উপহার দিতে।
টি-২০থেকে বিদায় নিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা! প্রথম ম্যাচের আগে টিম মিটিংয়ে এ খবর শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। তারা এ সিদ্ধান্ত যেনো মেনে নিতেই পারছিলেন না। সেই মুহূর্তের বর্ণনা দিয়ে তিনি বলেন, টিম মিটিংয়ে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কারো মুখে কোনো কথা ছিল না। কেউ কিছুই বলতে পারছিল না। মিটিংয়ের পরে আমরা তার কক্ষে যাই। সেখানে সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।
তিনি আরো বলেন, বড় ভাই বা অভিভাবক—যা-ই বলেন না কেনো, মাশরাফির কাছ থেকে অনেক কিছু শিখেছি।আমার মনে হয়, তার কাছ থেকে আরো অনেক কিছু আমাদের পাবার আছে।আমরা তাকে ভীষণ মিস করবো।
ডিএইচ