বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে যুক্তরাষ্ট্রের উৎসবের বেলাভূমি ফ্লোরিডায়। ‘বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন অব মায়াবি’র উদ্যোগে ‘মায়াবি বৈশাখী মেলা’চলছে মারগোলিস অ্যাম্পেথিয়েটারে।
দু’দিনের এ জাঁকজমকপূর্ণ আয়োজনে, নাচে-গানে বাংলা ১৪২৪ সালকে বরণ করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশের গ্রামবাংলার আবহ সুরের মুচ্ছ্বর্ণা তুলে ধরতে আটলান্টিকের কোলঘেষা শহরে উড়ে গেছেন কনক চাঁপা, রিজিয়া পারভিন, বাদশা বুলবুল ও সেলিম চৌধুরী।
এছাড়াও, সারগাম ব্যান্ডসহ প্রবাসী শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় বর্ণিল হচ্ছে বৈশাখ উদযাপন।
এদিকে আজ (রোববার) মাতাল হাওয়ায় নববর্ষকে বরণ করবে, আরেকটি সংগঠন ‘বাংলাদেশ অ্যামেরিকান সোসাইটি অব ফ্লোরিডা’। বর্ষবরণ ও মেলার পাশাপাশি থাকছে ভিন্নধর্মী আয়োজন।
জেএইচ