ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ইমাম হত্যার অভিযোগ অস্বীকার মোরেলের

বুধবার, ১৭ আগস্ট ২০১৬ , ১১:৪৩ এএম


loading/img

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার সহযোগীকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন অস্কার মোরেল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউইয়র্কের কুইনসের একটি আদালতে  মঙ্গলবার ৩৫ বছর বয়সী মোরেলকে হাজির করা হয়।

আদালতে মোরেল স্বীকার করেন, ভিডিও ফুটেজে তাঁকে হত্যাকাণ্ডের স্থানে দেখা গেছে। তবে তিনি ইমাম ও তাঁর বন্ধুকে হত্যার কথা অস্বীকার করেছেন।

আদালত  বৃহস্পতিবার মোরেলের হাজিরার পরবর্তী দিন ধার্য করেছেন। ওই দিন তাঁর জন্য একজন আইনজীবী নিয়োগ করা হবে।

বিজ্ঞাপন

হত্যায় দোষী সাব্যস্ত হলে মোরেলের প্যারোল ছাড়া সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হতে পারে।

গেল শনিবার নিউইয়র্কের কুইনসের ওজোন পার্ক এলাকার আল-ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আখুঞ্জি ও তাঁর সহযোগী তারা মিয়াকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ব্রুকলিনবাসী মোরেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |