ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ডিবির ১১ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ , ০২:২০ পিএম


loading/img

ঢাকার কাফরুলে নিউ ওয়েভ ক্লাবে মহানগর গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। 

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনারের কাছে দেয়া প্রতিবেদনে ওই ১১ সদস্যের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। 

তদন্ত কমিটির সদস্য মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ বলেন, গোয়েন্দা পুলিশের ১১ সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষে বুধবার ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, তদন্তে অভিযুক্ত ডিবি সদস্যদের বিরুদ্ধে র্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। 

গেলো মঙ্গলবার রাতে কাফরুলের ইব্রাহীমপুর পুলপাড় এলাকায় নিউ ওয়েভ ক্লাবে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। 

এ সময় সেখানে থাকা লোকজন অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করলে তারা হট্টগোলও করেন। 

বিজ্ঞাপন

গোয়েন্দা পুলিশের সদস্যরা ভেতরে থাকা ক্লাব সদস্যদের থেকে দামি মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করে ক্লাব কতৃপক্ষ। 

বিজ্ঞাপন

এ সংবাদ প্রকাশ হলে পুলিশের ভেতর তোলপাড় শুরু হয়। অভিযোগের সত্যতা জানতে ৩ সদস্যের তদন্ত কমিটি করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার।

এইচটি/এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |