সুপ্রিম কোর্টের সামনে থেকে সরানো ভাস্কর্যটি সুপ্রিমকোর্ট প্রাঙ্গণের কোথাও পুনঃস্থাপন করা হবে কিনা সে সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। জানালেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ।
শুক্রবার দুপুরে তিনি সাংবাদিকদের আরো বলেন, ভাস্কর্যের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
আপাতত ভাস্কর্যটি হাইকোর্টের অ্যানেক্স ভবনের ভেতর পানির পাম্পের পাশে রাখা হয়েছে। অ্যানেক্স ভবনের সামনে প্রতিস্থাপন করার কথা থাকলেও শুক্রবার তা পুনঃস্থাপিত হচ্ছে না।
বৃহস্পতিবার রাত ১২টার পর ভাস্কর মৃণাল হকের নেতৃত্বে ১৩ জন কর্মীসহ মোট ২০ জন শ্রমিক ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু করেন। এবিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতি বলেন সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্যকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা চাই না। এটি সরিয়ে নেয়া হোক এবং এমন জায়গায় স্থাপন করা হোক, যেন প্রশ্ন না ওঠে ।
২০১৬ সালের শেষ দিকে গ্রিক দেবীর ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয়। এরপর প্রায় দুই মাস এ বিষয়ে পক্ষে-বিপক্ষে কোনও মত প্রকাশ না হলেও ফেব্রুয়ারিতে মুখ খোলেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। এক বিবৃতিতে তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি অপসারণের দাবি জানান।
এমকে