ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

প্রবল বৃষ্টিতে মালয়েশিয়ায় ২ জনের মৃত্যু

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ , ০৫:১৮ পিএম


loading/img
প্রবল বৃষ্টিতে মালয়েশিয়ায় ২ জনের মৃত্যু, ছবি : প্রতিনিধি

টানা প্রবল বৃষ্টিতে মালয়েশিয়ার পাঁচটি রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বর্ষণে তলিয়ে গেছে বেশ কয়েকটি শহর। প্রধান প্রধান সড়কগুলো তলিয়ে সারাদেশে যানজটের সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ অনেক সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় মারা গেছে ২ জন। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ৩ হাজারেরও বেশি মানুষকে।  

বিজ্ঞাপন

দেশটির অগ্নিনির্বাপক ও উদ্ধার কাজে নেতৃত্ব দেওয়া ডিজি দাতুক নুর হিসাব মোহাম্মদ জানান, সেলাঙ্গড়, মালাক্কা, ক্লান্তান, তেরেঙ্গানু ও পাহাং রাজ্য ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাং ও তেরেঙ্গানু রাজ্যে দুজন মারা গেছেন। 

রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী এলাকা ক্লাং এর কাপার, মেরু, তেলুক পাংলিমা ও বান্তিং ভারী বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের বিভিন্নস্থানে বন্যাকবলিত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে মানুষের সহযোগিতায় কাজ করছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। 

বিজ্ঞাপন

এদিকে দেশটির আবহাওয়ার পূর্বাভাস বলছে, রোববার নাগাদ দেশজুড়ে চলা এ নিম্নচাপ চলবে। এদিকে আজও দেশটিতে ওমিক্রনে আক্রান্ত ১১ জন রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত সবাই বাইরে থেকে এসেছেন।

পি/এসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |