ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

মালয়েশিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ , ১১:১৯ পিএম


loading/img

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিডি এক্সপার্ট কমিনিউটি উইমেন, মালয়েশিয়া ‘অপরাজিতা’ শিরোনামে একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করে। স্থানীয় সময় ৮ মার্চ রাত ৯টায় এটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক নারী দিবস ২০২২-এ এবারেট প্রতিপাদ্য ‘ব্রেক দ্য বায়াস’ এই থিম কে সামনে রেখে অনুষ্ঠানটির লক্ষ্য ছিল মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নারীদের সাফল্যের গল্প তুলে ধরে নারীদের অনুপ্রাণিত করা।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সুপার উইমেনে ভূষিত করে ৬ জন নারীর সফলতার প্রেক্ষাপট তুলে ধরা হয়। স্বীকৃতি পাওয়া ছয় নারী ইপা বড়াল (ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ম্যানেজার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, মালয়েশিয়া), ড লুবনা আলম (সিনিয়র লেকচার, ন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়া), রকিবা রিয়াজ টিনা (ফাউন্ডার ও ডিরেক্টর, স্পেকট্রাম ইন্টেগ্রেটেড সলিউশন এসডিএন বিএইচডি), ড. সুলতানা আলম (প্রভাষক, টুংকু আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়), তিয়াসা কাবেজ (ফাউন্ডার টিযে ক্যাটারিং) এবং সুমাইয়া জাফ্রিন চৌধুরী (সোশ্যাল এন্টারপ্রেনর)।

বিজ্ঞাপন

বেদৌরা নাজনীন ঈশিতার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারোয়ারের সহধর্মিনী তাসলিমা সারওয়ার।

তাসলিমা সারোয়ার তার বক্তব্যে সমাজে নারী-পুরুষ উভয়ের অবদানের ভারসাম্য রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ নারী বান্ধব সরকার। এই সরকার নারীর শিক্ষার জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে। নারীর প্রধান শক্তি হলো শিক্ষা। শিক্ষা নারীর প্রসার ঘটাতে ভূমিকা রাখে। নারীশিক্ষার মাধ্যমে নারীর কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। নারীর উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে উপযুক্ত আইন প্রনয়ণ করতে হবে। পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি বদলালেই নারী মুক্তি সম্ভব।

এ সময় তিনি বিডিএক্সপার্ট উইমেনসের লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড. লুবনা আলম এবং মোহাম্মদ মুশফিকুর  রহমান রিয়াজ। সবশেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |