ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কাতারে মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭ , ১২:৩২ পিএম


loading/img

পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন কাতারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডানা শেল স্মিথ। কাতারের সঙ্গে সৌদিসহ ৭টি আরব রাষ্ট্রের কূটনীতিক ও বাণিজ্যিক সম্পর্কচ্ছেদ করার প্রেক্ষাপটে ডানা পদত্যাগের সিদ্ধান্তের কথা জানালেন।

বিজ্ঞাপন

এক টুইট বার্তায় স্মিথ বলেছেন, ‘চলতি মাসে আমি কাতারে রাষ্ট্রদূত হিসেবে তিন বছরের কর্মজীবনের অবসান ঘটাব। কাতারে রাষ্ট্রদূত হিসেবে কাজ করা ছিল আমার জন্য বিরাট সম্মানের বিষয় এবং দেশটিকে খুব মিস করব।’

বিজ্ঞাপন

কেন তিনি পদত্যাগ করছেন, কে তার স্থলাভিষিক্ত হবেন এবং স্মিথ আদৌ কূটনৈতিক পেশায় থাকবেন কিনা- এসবের কিছুই স্মিথ তার টুইট বার্তায় পরিষ্কার করেননি।

তবে স্মিথের সঙ্গে একটি ঘনিষ্ঠ সূত্র সিএনএন টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, কাতারে নিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর মধ্য দিয়ে স্মিথ তার ২৫ বছরের কূটনৈতিক পেশার অবসান ঘটাবেন।

২০১৪ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা স্মিথকে কাতারে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন। 

বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর শেল স্মিথ তার অসন্তুষ্টির কথা প্রকাশ করেছিলেন। কাতার ও সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর চলমান সংকটে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের পক্ষ নিয়েছেন।

এপি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |