জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুরে অভিযান চালিয়ে দু’লাখ পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজ্ঞাপন
সোমবার ভোরে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকেই আটক করা যায়নি।
জয়পুরহাট-৩ বিজিবি ক্যাম্প সুবেদার মীর জুলহাস জানান, ট্যাবলেটগুলো মধ্যে গরু মোটাতাজকরণ প্যারাকট্রিন ট্যাবলেট ও যৌন উত্তেজক ট্রারগেট টাবলেট ছিল। এগুলো আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা।