ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ 

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জুন ২০২২ , ০৪:৫৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

মহানবি হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই জন মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে শিক্ষার্থীরা জয়বাংলা ভাস্কর্যের পাদদেশে পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করে। 

এরপর ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এসে মিছিলটি শেষ হয়। এ সময় 'বিশ্বনবির অপমান, সইবে নারে মুসলমান', 'ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান', 'নূপুর শর্মার দুই গালে, জুতা মারো তালে তালে', 'জিন্দালের দুই গালে, জুতা মারো তালে তালে', 'ভারতীয় পণ্য, বয়কট বয়কট' ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির দুইজন মুখপাত্র আমাদের প্রিয় নবিকে নিয়ে কটূক্তি করেছে, আমরা তাদের এসব বক্তব্যের নিন্দা ও তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। প্রিয় নবিকে কটূক্তি কোনোভাবেই গ্রহণ করা হবে না। এর প্রতিবাদে আমরা এক ছাতার নিচে দলমত নির্বিশেষে এসেছি। 

উল্লেখ্য, ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে সম্প্রতি বিজেপি মুখপাত্র নূপুর শর্মা মহানবি হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন, একই বিষয়ে টুইটারে পোস্ট করেন আরেক বিজেপি নেতা নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে বেকায়দায় পড়েছে ভারত সরকার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |