ঈদুল আযহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো কমলাপুর রেলস্টেশনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রেলস্টেশনজুড়ে রয়েছে উপচেপড়া ভীড়। ১৩টি কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেটের জন্য লড়ছেন শ’ শ’ মানুষ।
বিজ্ঞাপন
সকাল ৮টায় বিক্রি শুরু হলেও ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন টিকেট প্রত্যাশীরা। বুধবার দেয়া হচ্ছে ৮ সেপ্টেম্বরের টিকেট।
সবচেয়ে বেশি ভীড় রয়েছে উত্তরাঞ্চলের রাজশাহী এবং দিনাজপুরের ট্রেনগুলোর লাইনে। এদিন ৩১টি আন্তঃনগর ট্রেনের ২২ হাজার ২৭৬টি টিকেট দেয়া হবে।
বিজ্ঞাপন
আসছে ৩১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বরের অগ্রিম টিকেট বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন।
সকালে রেলস্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।