ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

অর্থাভাবে মালয়েশিয়ায় মৃত্যুশয্যায় প্রবাসী বাংলাদেশি

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১১ জুলাই ২০২২ , ০৭:১১ পিএম


loading/img
প্রবাসী মাহবুব আলম

সবাই যখন ঈদ আনন্দ উদযাপনে ব্যস্ত সময় পার করছে, মাহবুব আলম তখন মালয়েশিয়ার শাহ আলম হাসপাতালে বাঁচা-মরার সন্ধিক্ষণে। বাংলাদেশি প্রবাসী মাহবুব ২২ জুন দুর্ঘটনার শিকার হন।
 
চিকিৎসকরা বলছেন, প্রচণ্ড আঘাতে তার মুখের হাড় ভেঙে গেছে, ডান চোখ নষ্ট হয়ে গেছে, শিরা ছিড়ে মাথার ব্রেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উন্নত চিকিৎসা পেলে এ রেমিট্যান্স যোদ্ধার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। 

বিজ্ঞাপন

নদী ভাঙনে সহায়-সম্বল হারানো মাহবুবের ৩ মেয়ে ও স্ত্রী থাকেন গাজীপুরের বোর্ডবাজারে একটি ভাড়া বাসায়। পুরো সংসার নির্ভরশীল মাহবুবের ওপর, যে নিজেই এখন মৃত্যুশয্যায়। 
 
চিকিৎসকরা বলছেন, মাহবুবের উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া অনেক ব্যয়বহুল। এখনও পর্যন্ত ৪০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ) বিল বকেয়া আছে। এই টাকা পরিশোধ না করলে চিকিৎসা চালিয়ে যাওয়া মুশকিল বলেও জানান তারা।  শুরুতেই আইসিইউতে রাখা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে এইচডিডব্লিউতে রাখা হয়। বর্তমানে অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসা অব্যাহত না রাখলে বাঁচানো সম্ভব নাও হতে পারে।

হাসপাতাল থেকে ফিরে মাহবুবের ভাতিজা আনোয়ার হোসেন জানান, মাহবুব সাব এজেন্ট নেওয়া এক মালয়েশিয়ানের অধীনে কাজ করেন। শুরুর দিকে সেই এজেন্ট কিছু সহযোগিতা করলেও এখন সে অপারগতা প্রকাশ করছে। রাওয়াংয়ে থাকা আনোয়ার নিজেও একজন শ্রমিক। কাজের ফাঁকে মাঝেমধ্যে যান চাচাকে দেখতে। নিজের সামান্য আয় থেকে ইতোমধ্যে ৩ হাজার রিঙ্গিত (প্রায় ৬৮ হাজার টাকা) ব্যয় করেছেন। 

বিজ্ঞাপন

আনোয়ার আরও বলেন, তার চাচার পরিবার খুবই অসহায়। তাদের পক্ষে সহযোগিতা করা সম্ভব নয়। এ অবস্থায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সবার একটু সহযোগিতা পেলে হয়তো বাঁচবেন তারা চাচা।  

উল্লেখ্য ২০১৬ সালে সরকারি ভিসায় পাম অয়েল বাগানে কাজ নিয়ে মালয়েশিয়ায় আসেন মাহবুব। পাম অয়েল বাগানের ভিসা শেষ হলে অবৈধ হয়ে জান তিনি। তবে সরকারের রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় বৈধ হওয়ার জন্য সব প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করেছেন মাহবুব।

এদিকে দুর্ঘটনার বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে অবহিত করা হয়েছে। অসহায় এ প্রবাসীর সরকারিভাবে সহযোগিতার প্রত্যাশা করছেন মাহবুবের পরিবার। একই সঙ্গে দেশ এবং প্রবাসে থাকা বিত্তবানদের কাছেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। আহত মাহবুব আলম সম্পর্কে খোঁজখবর নিতে যোগাযোগ করতে পারেন +৬০১৬২৬৬২১৬২, +৬০১৪২৬৬০০৩৯ এই নম্বরে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |