ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

যে কারণে কলড্রপ হয়

আরটিভি নিউজ

সোমবার, ১০ অক্টোবর ২০২২ , ০২:৫২ পিএম


loading/img

ফোনে কথা বলার সময় কল কেটে যাওয়া, কথা না শোনা, নো নেটওয়ার্ক হয়ে যাওয়া, কল রিসিভ হওয়ার পর কোনও কথা শুনতে না পাওয়া ইত্যাদি নানা সমস্যা মোবাইল ফোন ব্যবহারকারীর অভিজ্ঞতায় রয়েছে। বলা যায় অভ্যাসেও পরিণত হয়েছে অনেকটা।  কথা বলার সময় কল না কাটালেই বরং এখন অবাক হতে হয় বলে মন্তব্য করছেন ভুক্তভোগিরা।

বিজ্ঞাপন

টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টদের মতে, মোবাইল ফোনে কলড্রপ হওয়ার জন্য শুধু মোবাইল ফোন অপারেটররা দায়ী বা তৃতীয় পক্ষ দায়ী বিষয়টি তা নয়। কলড্রপের জন্য অনেকগুলো পক্ষই জড়িত। অন্তত চারটি প্রধান কারণ খুঁজে পেয়েছেন সংশ্লিষ্টরা।  

যে চার কারণে কল ড্রপ হয়ে থাকে-

বিজ্ঞাপন

নেটওয়ার্কের প্রযুক্তিগত সীমাবদ্ধতা, নেটওয়ার্কের অপ্রতুলতা, বেতার তরঙ্গের (স্পেকট্রাম) স্বল্পতা এবং অ্যান্টেনা ও রেডিওতে ক্যাবলের কানেকশন দুর্বলতার কারণে কল ড্রপ হয়ে থাকে।

মোবাইল ফোন ব্যবহারকারীর হ্যান্ডসেটে সমস্যা থাকতে পারে। মোবাইলের ব্যাটারির চার্জ হঠাৎ শেষ হয়ে যেতে পারে অথবা মোবাইলের হঠাৎ ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে। এরকম নানা সমস্যার কারণেও মোবাইলে কলড্রপ হয়ে থাকে।

টাওয়ার কোম্পানির সেবার মানে ঘাটতি থাকলেও কলড্রপ হতে পারে। টেলিকম সেবায় যুক্ত অন্যান্য অবকাঠামো সেবাদাতা কোম্পানি যেমন এনটিটিএন’র (ভূগর্ভস্থ ক্যাবল সেবা) ফাইবার কাটা গেলে অথবা মানের অবনতি হলে কলড্রপের সমস্যা হতে পারে।

বিজ্ঞাপন

এছাড়াও রয়েছে পরিবেশ এবং প্রতিবেশগত অন্যান্য কারণ। যেমন গুরুত্বপূর্ণ স্থান, সরকারি অফিস ও স্থাপনায় সাইট স্থাপনের (টাওয়ার) অনুমতি না পাওয়া, সীমান্ত এলাকায় সরকারের নির্দেশনা অনুযায়ী নেটওয়ার্ক সীমিতকরণের কারণে, মসজিদসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ জ্যামার ব্যবহারের কারণে সৃষ্ট ইন্টারফেয়ারেন্স, অনুমোদনহীন রিপিটার, বুস্টার ব্যবহারের কারণে সৃষ্ট ইন্টারফেয়ারেন্স, শহর এলাকায় নতুন নতুন সুউচ্চ ভবনের কারণে নতুন নতুন প্রতিবন্ধকতা তৈরি হওয়া, ইনডোর বিল্ডিং সলিউশনের (আইবিএস) বসানোর যথাযথ অনুমতি না পাওয়া এবং বাড়িমালিকরা সাইট বা টাওয়ার সরিয়ে ফেলার জন্য ক্রমাগত চাপ দেওয়ায় এবং নতুন সাইটের অনুমোদন না পাওয়ায় সৃষ্ট সমস্যার কারণে মোবাইলে কলড্রপ হতে পারে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |