ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ইউটিউবে নতুন ফিচার

প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ , ০২:৪৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ব্যবহারকারীদের সুবিধা বিবেচনায় নতুন ফিচার নিয়ে এসেছে ইউটিউব। এতে ভিডিও দেখার নতুন অভিনব অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।

বিজ্ঞাপন

এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাধারণ ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতাদের মতামতকে প্রাধান্য দিয়েই এই ফিচার আনা হয়েছে।

ইতোমধ্যেই এই ফিচারের সুবিধা ভোগ করছেন অনেক ইউটিউব ব্যবহারকারী। ইউটিউবের নতুন এ ফিচারে চোখের ওপর চাপ কমানোর কথা বিবেচনায় রেখেছে প্রতিষ্ঠানটি। এ জন্য এই ফিচারে রঙের পরিবর্তনের দিকে বিশেষ নজর দিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যাকগ্রাউন্ডের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে যুক্ত করা হয়েছে, ‘অ্যাম্বিয়েন্ট মোড’। এ ছাড়াও রয়েছে ‘ডার্ক মোড’। এর ফলে ভিডিওর রং স্ক্রিনে আরও নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন এই ফিচারে রয়েছে ভিডিও ফাস্ট ফরওয়ার্ড বা রিওয়াইন্ড করার মতো সুবিধা। এতে চলমান ভিডিও সহজেই ছোট কিংবা বড় করা যাবে। এর সঙ্গে রয়েছে আরও কিছু আপডেট। তবে নতুন এই ফিচারে সাবস্ক্রাইব বাটনে লাল রং রাখা হয়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |