ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেল কল্পলোক

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ , ১১:২৫ পিএম


loading/img

কল্পলোক লিমিটেড, বাংলাদেশের আইটি সেক্টরে উদ্ভাবনী সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড এ বিজনেস সিকিউরিটি ক্যাটাগরিতে SYMLEX VPN প্রোডাক্ট এর জন্যে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত হয়েছে। কল্পলোক লিমিটেডের পক্ষে ইবনে মো. আবু সালেহ খসরু (CTO) এবং তাবাসসুম বিনতে রশীদ (CW) পুরষ্কার গ্রহণ করেন।

বিজ্ঞাপন

সোমবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত বেসিস অ্যাওয়ার্ডের পঞ্চম আসরে সংগঠনটিকে এই পুরস্কার প্রদান করা হয়।

এ বছর বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড জেতার পাশাপাশি, কল্পলোক লিমিটেড APICTA অ্যাওয়ার্ডের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যও নির্বাচিত হয়েছে। APICTA পুরস্কার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আইটি সেক্টরের অস্কার হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা দেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বেসিসের সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

এ বছরের ইভেন্টে ৩৬ টি বিভাগে ৬৮ টি পুরস্কার প্রদান করা হয়েছে। সেরা পুরস্কারপ্রাপ্ত প্রকল্পগুলি এশিয়া-প্যাসিফিক আইটি সেক্টরের অস্কার হিসাবে পরিচিত APICTA পুরস্কারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিক), বাংলাদেশের সফটওয়্যার এবং আইটি সক্ষম পরিষেবা শিল্পের জাতীয় বাণিজ্য সংস্থা, দেশের প্রতিশ্রুতিশীল আইটি পণ্য এবং পরিষেবাগুলিকে স্বীকৃতি দিতে এবং অনুপ্রাণিত করার জন্য প্রতি বছর আইসিটি অ্যাওয়ার্ডের আয়োজন করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |