• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

৩৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৮
৩৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং সাইট হোয়াটসঅ্যাপ। নিয়ম ভঙ্গের অভিযোগে জনপ্রিয়তার শীর্ষে থাকা সাইটটি বিভিন্ন সময় অ্যাকাউন্ট নিষিদ্ধ করে। এবার সে কারণে ৩৭ লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

জানা যায়, ডিসেম্বর মাসে ভারতে ৩৬.৭৭ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। নভেম্বর মাসের তুলনায় সামান্য কমেছে নিষিদ্ধ অ্যাকাউন্টের সংখ্যা।

২০২২ এর ডিসেম্বরে যে পরিমাণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে ১৩ লাখ ৮৯ হাজার অ্যাকাউন্টের বিরুদ্ধে নানান সময় অভিযোগ এসেছে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের ডিসেম্বর ২০২২- এর রিপোর্টে জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ৩৬,৭৭,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ১৩, ৮৯, ০০০ অ্যাকাউন্ট ইউজারদের অভিযোগ পাওয়ার আগেই নিষিদ্ধ করা হয়েছিল সক্রিয়ভাবে।

ইউজারদের নিরাপত্তার জন্যই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের তরফে যেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল, তার ভিত্তিতেই এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন নিয়মনীতি মেনে চলেনি ওইসব অ্যাকাউন্ট। তাই সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সচেতন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুরক্ষার খাতিরেই নিজেদের নিয়মনীতি আরও দৃঢ় করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এফএসআইবি ব্যাংকে এস আলম পরিবারের ১২৫ অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
৪০০ নয়, হাসিনার সেই পিয়নের অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকা!
হোয়াটসঅ্যাপে ডিলিট করা চ্যাট যেভাবে ফিরিয়ে আনবেন
বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ