ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

এবার কর্মী ছাঁটাই করছে ইয়াহু

তথ্যপ্রযুক্তি ডেস্ক

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ , ০১:৪৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

তথ্য-প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানগুলোতে চলছে কর্মী ছাঁটাইয়ের মেলা। সম্প্রতি ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে ইয়াহু ইনকরপোরেশন। এতে চাকরি হারাবেন ১ হাজার ৬০০ জনেরও বেশি কর্মী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ইয়াহু কর্তৃপক্ষ এ তথ্য জানায়।  ইয়াহু ২০২১ সালে ৫ বিলিয়ন ডলারে কিনে নেয় প্রাইভেট ইক্যুইটি ফার্ম অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট (এপিও ডট এন)।

রেকর্ড পরিমাণে মুদ্রাস্ফীতির হার ও মন্দা সম্পর্কে অবিরত অনিশ্চয়তার প্রতিক্রিয়া হিসাবে অনেক বিজ্ঞাপনদাতা তাদের বিপণন বাজেট কমিয়ে দিয়েছে। যার ফলে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে  প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

এর আগে, গত সপ্তাহে বিশ্বের জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম ১৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।

এ ছাড়াও সম্প্রতি কর্মী ছাঁটাই করে আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এরপর একই পথে হাটে ফেসবুকের মূল কোম্পানি মেটা। বিশ্বের শীর্ষস্থানীয় আরেক প্রতিষ্ঠান অ্যামাজন তাদের ১০ হাজার কর্মী ছাঁটাই করবে বলে জানান।

সূত্র : রয়টার্স

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |