একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদ ও সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আরটিভি পরিবার।
মঙ্গলবার সকাল ১০টায় আরটিভির একটি প্রতিনিধি দল ফুল দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রতিনিধি দলে ছিলেন আরটিভির উপ-বার্তাপ্রধান মামুনুর রহমান খান, অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিব এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মাছুদুল আমিনসহ সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।
আরটিভির উপ-বার্তাপ্রধান মামুনুর রহমান খান বলেন, বরাবরের মতো মাতৃভাষা দিবসে এবারও আরটিভি পরিবারের পক্ষ থেকে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলা ভাষা। এই ভাষা আমাদের আবেগ, আমাদের অনুপ্রেরণা।
আরটিভির অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিব সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, আরটিভির পক্ষ থেকে আমরা প্রতিবারই আসি, প্রভাতফেরীতে অংশ নিই। এটা আমাদের একটা ঐতিহ্য, বাঙালি সংস্কৃতির একটা অংশ। এ দিন ফুল দিয়ে শহীদদের স্মরণ করার পাশাপাশি, মাতৃভাষার গুরুত্ব আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই— আমরা যেন হৃদয়ে বাংলা ধারণ করি। আমরা যাতে শুদ্ধভাবে বাংলায় কথা বলি।