ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

এবার রবির ই-সিম বিক্রি বন্ধের নির্দেশ

আরটিভি নিউজ

বুধবার, ০১ মার্চ ২০২৩ , ১০:৪৮ পিএম


loading/img

এবার মোবাইল সেবা দাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটার ই-সিম বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এই দেশে ই-সিম বাজারজাত করার তৃতীয় অপারেটর রবি। ২২ ফেব্রুয়ারি থেকে এই ভার্চুয়াল সিম বিক্রি শুরু করে। 

বিজ্ঞাপন

ই-সিম সেবা বন্ধ করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি হাতে পাননি। তবে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলে দাবি করে কোম্পানিটি।

ই-সিম মূলত ভার্চুয়াল সিম, নতুন প্রযুক্তির এ সিম হারিয়ে যাওয়া নিয়ে কোনো সমস্যা নাই। পাশাপাশি গ্রাহক ফোনে সিম কার্ড প্রবেশ করানো ও খোলার ঝামেলা এড়াতে পারবেন। ব্যবহারকারীরা তাদের ফোনে একাধিক ই-সিম সংরক্ষণ করতে এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ই-সিমের কিউআর কোড হারিয়ে গেলে যতবার প্রয়োজন তা ডাউনলোড করা যাবে। তবে এই সিম চালুর জন্য ই-সিম সাপোর্ট সেট লাগবে। 

বিজ্ঞাপন

মোবাইল অপারেটরদের কোনো সেবা চালু আগে বিটিআরসির অনুমোদন নিতে হয়। ই-সিম চালুর আগে রবি বিটিআরসির কাছ থেকে কোনো অনুমোদন নেয়নি। তাই মৌখিকভাবে তাদের ই-সিম বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে।

গত বছরের মার্চে বাংলাদেশে প্রথমবারের মতো ই-সিম সেবা চালু করে গ্রামীণফোন। আর ডিসেম্বরে বাংলালিংক এই সেবা চালু করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |