ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

তিন মাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২০ লাখ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ এপ্রিল ২০২৩ , ০৬:২১ পিএম


loading/img

চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২০ লাখ। এই সময়ে বেড়েছে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যাও।

বিজ্ঞাপন

বর্তমানে মোট ইন্টারনেট গ্রাহক ১২ কোটি ৬১ লাখের বেশি। এর মধ্যে মোবাইল ফোনে ইন্টারনেট গ্রাহক ১১ কোটি ৪০ লাখের বেশি এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক ১ কোটি ২০ লাখের বেশি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।

এ সময়ে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ৩০ লাখ বেড়ে ১৮ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৩০ লাখ, রবির ৫ কোটি ৫৫ লাখ, বাংলালিংকের ৪ কোটি ১৩ লাখ এবং টেলিটকের ৬৬ লাখ।

বিজ্ঞাপন

টেলিটক ছাড়া বাকি তিন অপারেটরের গ্রাহক সংখ্যা বেড়েছে। এদিকে, গত বছরের জুনে দেশে মোবাইল ফোন গ্রাহক ছিলেন ১৮ কোটি ৪৪ লাখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |