• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

হোয়াটসঅ্যাপের কথোপকথন গোপন রাখতে নতুন ফিচার ‘চ্যাটলক’

আরটিভি নিউজ

  ১৬ মে ২০২৩, ০৯:১০
হোয়াটসঅ্যাপের কথোপকথন গোপন রাখতে নতুন ফিচার ‘চ্যাটলক’

গোপন কথোপকথন, সবাই গোপনেই রাখতে চায়। কেউ তা দেখে ফেলুক বা শুনে ফেলুক, এমনটা কেউ চান না। এবার হোয়াটসঅ্যাপে নিজের কথোপকথন গোপনে রাখতে মেটা নিয়ে এসেছে ‘চ্যাটলক’।

আপনি যে কথোপকথনগুলো গোপন রাখতে চান, সেগুলো একটি বিশেষ ফোল্ডারে স্টোর করা থাকবে। সেখানে কার সঙ্গে কথা হচ্ছে, তার নাম লুকানো থাকবে। মেসেজ নোটিফিকেশনও আসবে না।

হোয়াটসঅ্যাপ লক করার জন্য বায়োমেট্রিক বা পিন কোড দিয়ে তা লক করার ব্যবস্থা রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুটিতেই রয়েছে। এতে যেকোনো গোপন চ্যাট নিরাপদে রাখা যায়। আপনার ফোনে কেউ গোপনে দেখতে চাইলেও এই চ্যাট তিনি খুঁজে বের করতে পারবেন না পিন কোড বা বায়োমেট্রিক্স ছাড়া।

কীভাবে করবেন ইনস্টল

হোয়াটসঅ্যাপ ইতোমধ্যেই প্রাইভেসি সেটিংয়ে একাধিক বিষয় যুক্ত করেছে। তারমধ্যে রয়েছে ডিসঅ্যাপিয়ারি মেসেজ, স্ক্রিনশট ব্লকিং, কে স্টেটাস মেসেজ দেখবেন তা নির্ধারণ করা, লাস্ট সিন বন্ধ রাখা। নতুনটি হলো চ্যাটলক। এর জন্য হোয়াটসঅ্যাপের নতুন ভার্সান ডাউনলোড করুন। তারপর যার সঙ্গে চ্যাটটি লক করতে চান তার প্রোফাইল পিকচারে যান। সেখানেই পাবেন নতুন অপশন চ্যাটলক। ডিস অ্যাপিয়ারিং মেসেজের নিচেই পাবেন অপশন। সেটিকে ‘এনাবেল’ করুন। এরপর অথেন্টিকেট করুন আপনার ফোনের পাসওয়ার্ড ও বায়োমেট্রিক্স দিয়ে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের ওপর কর বাতিলের দাবি, ৭ দিনের আল্টিমেটাম
মধ্যরাতে শিক্ষার্থীদের আলটিমেটাম
রাজস্ব ঘাটতি মেটাতে ভ্যাট বাড়ানো হয়েছে: খাদ্য উপদেষ্টা
সচিবালয় ঘেরাওয়ের আল্টিমেটাম জবি শিক্ষার্থীদের