ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ধেয়ে আসছে ধ্বংসাত্মক সৌরঝড়, সাময়িক বন্ধ হতে পারে ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ জুলাই ২০২৩ , ০৭:২৩ পিএম


loading/img

সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরেই একটি কথা ছড়িয়ে পড়েছে। সাময়িক বন্ধ হতে পারে ইন্টারনেট। কারণ বিরাট সৌরঝড় নাকি ধেয়ে আসছে। আর তার ফলেই ইন্টারনেট ব্যবস্থার ক্ষতি হতে পারে। কিন্তু এ বিষয়ে কি বলছেন বিজ্ঞানীরা?

বিজ্ঞাপন

সম্প্রতি NASA-র পক্ষ থেকে জানানো হয়েছে, বিরাট CME মেঘ সৃষ্টি হয়েছে সূর্যের পাশে। প্রথমে জেনে নিন কী এই CME।

CME হলো Coronal Mass Ejections। সূর্যের করোনা থেকে ম্যাগনেটিক ফিল্ড এবং প্লাজমায় বিরাট আকারের বিস্ফোরণ হলে তাকে CME বলা হয়। হালে এমনই একটি বিস্ফোরণ হয়েছে। এবং তার ফলেই তৈরি হয়েছে সৌরঝড়। সেই সৌরঝড়ই ধেয়ে আসছে পৃথিবীর দিকে। তার ফলেই কি বিপর্যস্ত হতে পারে ইন্টারনেট ব্যবস্থা? তা নিয়েই উদ্বেগে সারা পৃথিবীর অনেকে। কিন্তু কী বলছে নাসা?

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, G1 শ্রেণীর একটি CME তৈরি হয়েছে সম্প্রতি। এটি ১৩ জুলাই নাগাদ পৃথিবীর পাশ দিয়ে যাবে। তারই প্রভাব পড়বে পৃথিবীর উপর। নাসার দেওয়া তথ্য অনুযায়ী, এর ফলে পৃথিবীর বেশ কিছু জায়গায় লম্বা দৈর্ঘ্যের অরোরা দেখা যেতে পারে। আকাশে তার ফলে সবুজ আলোর খেলা দেখা যাবে। কিন্তু ইন্টারনেটের কী হতে পারে এর ফলে?

NASA-র বক্তব্য অনুযায়ী, এই G1 শ্রেণীর CME-র বিরাট প্রভাব এখনই পৃথিবীর উপর পড়বে না। এর ফলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে প্রভাব পড়তে পারে। তাতেই ওই অরোরা সৃষ্টি হবে। কিন্তু ইন্টারনেট বন্ধ হওয়ার মতো কোনও ঘটনা ঘটবে না।

তাহলে কি সৌরঝড়ের প্রভাব থেকে মুক্ত থাকবে ইন্টারনেট? না, চিরকালের জন্য তেমন কোনও নিশ্চয়তা দিচ্ছেন না বিজ্ঞানীরা। তারা বলছেন, আগামী দিনে এমন সৌরঝড় আসতেই পারে, যার প্রভাবে সাময়িক বা দীর্ঘমেয়াদি সময়ের জন্য বন্ধ হতে পারে এই পরিষেবা। কিন্তু সেটি কখন আসবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। এখন বিজ্ঞানীরা তেমন কোনও প্রযুক্তি নির্মাণ করতে পারেননি, যার ফলে আগে থেকে বলা সম্ভব এমন সৌরঝড় কবে সষ্টি হবে। সৌরঝড় সৃষ্টি হওয়ার পরেই একমাত্র তা বলা সম্ভব। তার আগে নয়। তবে এবারের সৌরঝড়টি ইন্টারনেট ব্যবস্থায় বিশেষ প্রভাব ফেলছে না, বিষয়টি নিশ্চিত। 

বিজ্ঞাপন

সূত্র: হিন্দুস্থান টাইমস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |