ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাচ্ছেন ঢাবির ৬ শিক্ষক

ঢাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ , ০৬:০৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ইমেরিটাস অধ্যাপক হতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অবসরপ্রাপ্ত ছয় শিক্ষক। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এর আগে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে (শিক্ষা) পাস হয়।

একাডেমিক কাউন্সিলে ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খানকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন

গত ৩০ বছরে সর্বমোট ৭ জন শিক্ষককে এই মর্যাদা দেওয়া হয়। এর নতুন তালিকায় বৃহস্পতিবার আরও ৬ জনের নাম যুক্ত করার প্রস্তাব উঠে এসেছে। 

পূর্বে ইমেরিটাস অধ্যাপক মর্যাদা পাওয়া শিক্ষকরা হলেন, অধ্যাপক আবদুল জব্বার, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক সুলতানা সারওয়াত আরা জামান, অধ্যাপক নাজমা চৌধুরী, অধ্যাপক আবদুল মতিন এবং অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমরা ৬ জন শিক্ষককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে প্রস্তাব করেছিলাম, যা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে (শিক্ষা) পাস হয়েছে। পরবর্তী সিন্ডিকেট সভায় আমরা এটি সবার মতামত অনুযায়ী অনুমোদন হলে আমরা সেটা সবার সামনে প্রকাশ করব।

বিজ্ঞাপন

ঢাবির ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পেতে যাওয়া ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম একজন লেখক, চিন্তক ও কথাসাহিত্যিক; আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সিনেট ও সিন্ডিকেট সদস্য; তিনি বর্তমানে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান।

এদিকে উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম একজন শিক্ষাবিদ, ভূগোলবিদ, নগর বিশেষজ্ঞ ও লেখক; চারুকলার অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক রফিকুন নবী একজন খ্যাতিমান চিত্রকর ও কার্টুনিস্ট এবং প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান খ্যাতিমান চিত্রশিল্পী।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক চাকরি থেকে অবসরপ্রাপ্ত (৬৫ বছর) স্বনামধন্য অধ্যাপকের জীবদ্দশায় শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জনের স্বীকৃতিস্বরূপ এই সম্মানজনক ইমেরিটাস পদ প্রদান করা হয়ে থাকে। ইমেরিটাস অধ্যাপকরা ৭৬ বছর বয়স পর্যন্ত একজন অধ্যাপকের ন্যায় বেতন-ভাতা ও অন্যান্য সব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |