ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কোন ফোন ব্যবহার করেন জুকারবার্গ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০২ আগস্ট ২০২৩ , ১০:৫০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

প্রযুক্তির দুনিয়ার শীর্ষ আধিকারিকদের লাইফস্টাইল নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। টিক তেমনি তারা কোন ফোন ব্যবহার করেন এটা নিয়েও অনেকের রয়েছে কৌতূহল। যেমন অ্যাপল সিইও টিম কুক আইফোন ব্যবহার করেন, গুগলের শীর্ষকর্তা সুন্দর পিচাই ব্যবহার করেন পিক্সেল। কিন্তু সরাসরি স্মার্টফোন ব্যবসার সঙ্গে যুক্ত নন, সেই এক্সিকিউটিভরা? এই প্রসঙ্গ আসতেই মার্ক জুকারবার্গের নাম চলে আসে। ফেসবুক তথা মেটা প্রধানের ফোন নিয়ে জল্পনা আজকের নয়। জানেন কি, তিনি কোন ফোন ব্যবহার করেন।

বিজ্ঞাপন

এক অনুষ্ঠানে সম্প্রতি দেখা যায় জুকারবার্গ মন দিয়ে ফোন দেখছেন। স্বাভাবিকভাবেই সবার নজর চলে যায় সেদিকে। আসলে কয়েক বছর আগে অ্যান্ড্রয়েড ফোনের প্রতি তার মুগ্ধতার কথা জানিয়েছিলেন তিনি। পাশাপাশি উল্লেখও করেছিলেন তিনি স্যামসাং-এর স্মার্টফোন ব্যবহার করেন। কেবল তাই নয়, ২০২০ সালে ইউটিউবার মার্কেজ ব্রাউনলির সঙ্গে কথা বলার সময় ফেসবুক সিইও পরিষ্কার জানিয়েই দিয়েছিলেন তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন।

কিন্তু সে তো আগের কথা। এখনও কি পছন্দ একই আছে তার? উত্তর হলো, হ্যাঁ। এখনও স্যামসাংয়ের ফোনই ব্যবহার করছেন জুকারবার্গ। সম্প্রতি জুকারবার্গের একটি ছবিতে তাকে ইমেল চেক করতে দেখা গিয়েছে। যেখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, স্যামসাং এস সিরিজের ফোন ব্যবহার করেন তিনি। তবে ওই সিরিজের কোন ফোনটি জুকারবার্গ ব্যবহার করেন, তা পরিষ্কার নয়। তবে দাবি, এস২১ কিংবা এস ২২-এর মধ্যে কোনও ফোনই সম্ভবত ব্যবহার করেন তিনি। 

বিজ্ঞাপন

সূত্র: সংবাদ প্রতিদিন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |