যুক্তরাষ্ট্রের মেমরি চিপ নির্মাতা কোম্পানি মাইক্রোন টেকনোলজি গুজরাটে একটি কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানানোর পর বেশকিছু সেমিকন্ডাক্টর কোম্পানি ভারতে চিপ তৈরির কারখানা তৈরিতে আগ্রহ দেখাচ্ছে। এসব কোম্পানির মালিকরা যন্ত্রাংশের সংগঠন, পরীবীক্ষণ, প্যাকেজিং এবং উত্পাদন কারখানার গন্তব্য হিসেবে দেখছে ভারত।
এমনটাই দাবি করছে দেশটির ইলেকট্রনিক্স ও আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ভারত সরকারের ১০ বিলিয়ন ডলারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) স্কিমের অধীনে গুজরাটে একটি সেমিকন্ডাক্টর এটিএমপি প্ল্যান্ট তৈরির পরিকল্পনা ঘোষণা গত মাসে দেয় মাইক্রোন। কোম্পানিটি ২০২৪ সালের শেষ নাগাদ পৌনে ৩ বিলিয়ন ডলারের ফ্যাক্টরি চালু করার পরিকল্পনা করছে। মেমরি চিপ উত্পাদনের কিছু বড় কোম্পানি ভারতকে এসব যন্ত্রাংশের সংগঠন, পরীবীক্ষণ, প্যাকেজিং এবং উত্পাদন কারখানার গন্তব্য হিসেবে দেখছে। এছাড়া বিপুল সংখ্যক যৌথ সেমিকন্ডাক্টর কোম্পানি ভারতে বিনিয়োগের পথ খুঁজছে।
মাইক্রোনের ঘোষণার পরে অনেক কোম্পানি আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন চন্দ্রশেখর। তিনি বলেন, মেমরি চিপ উৎপাদনে একটি বড় নাম মাইক্রোনের প্রথম পদক্ষেপে অবশ্যই সেই সমস্ত সিদ্ধান্তহীনতায় থাকা কোম্পানিগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ সংকেত পাঠাচ্ছে। তারা এখন বলছে- মাইক্রোন যদি সেটি করতে পারে, তবে আমরা কেন নয়। সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড