ঢাকাবৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকারি কলেজে অধ্যক্ষ হওয়ার আবেদন শুরু ১৬ আগস্ট

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ , ০৫:৩০ পিএম


loading/img
প্রতীকী ছবি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা আগামী ১৬ আগস্ট থেকে সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলি ও পদায়ন পেতে আবেদন করতে পারবে। অনলাইনে এই আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বুধবার (২ আগস্ট) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী অনলাইনে আবেদন দাখিল করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের www.shed.gov.bd ও www.dshe.gov.bd লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করা যাবে। ১৪-১৬তম ব্যাচের ‘অধ্যাপক’ পদমর্যাদার কর্মকর্তারা এই পদায়ন ও বদলির জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

অনলাইনে ছাড়া অন্য উপায়ে পাঠানো আবেদন বিবেচনা করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |