দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৪৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
রোববার (৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ৩ দশমিক ০১ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৭ শতাংশ।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ৪৪ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৭৭৯ জনে। আর নতুন করে আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭৪ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৭১৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।