দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে করনীয় নিয়ে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী যুবলীগের কুয়ালালামপুর মহানগর শাখা। রবিবার রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন।
আসন্ন নির্বাচনে আবারো নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে প্রবাস থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন আর অগ্রযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। এ উন্নয়ন যাতে থমকে না যায় সেদিকে সবার দৃষ্টি রাখারও আহ্বান জানানো হয়।
কুয়ালালামপুর মহানগর যুবলীগের সভাপতি রিসাদ বিন আব্দুল্লাহ হৃদয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাল মোহাম্মাদের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন, মালয়েশিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী এবং বিশেষ আলোচক ছিলেন, মালয়েশিয়া যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনসুর আল বাসার সোহেল ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আল মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির, ডলার, মার্শাল পাভেল, কুয়ালালামপুর মহানগর যুবলীগের সহ-সভাপতি আলামিন ডক্টর আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক আকুব্বার মাহমুদ, তারিকুল আলম চৌধুরী, যুবনেতা মওদুদ মোল্লাসহ অনেকে।
সভাপতি রিসাদ তার বক্তব্যে, আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।