ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার মনোনয়নপত্র দাখিল

আবুল হাসান মোল্লা, লস এঞ্জেলস থেকে

সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ , ১২:৪৭ পিএম


loading/img

ক্যালিফোর্নিয়ায় বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের অন্যতম ঐতিহ্যবাহী আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ক্যালিফোর্নিয়ার দ্বি-বার্ষিক (২০২৩-২০২৫) নির্বাচন আগামী ১০ ডিসেম্বর।

বিজ্ঞাপন

নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন ছিল রোববার (২৬ নভেম্বর)। এদিন দুপর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় আগ্রা তান্দুরী রেস্টুরেন্টে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিপার আহমেদ, নজরুল আলম, লিপন চৌধুরী। মনোনয়নপত্র বাছাই এবং অন্যান্য কার্যাদি পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনার পাশাপাশি সার্বিক সহযোগিতা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল।

বিজ্ঞাপন

এছাড়াও সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম মাসুদ, মাইনুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক চৌধুরীসহ অন্যান্যরা।

উৎসবমুখর পরিবেশে স্বত:স্ফুর্তভাবে কার্যকরী পরিষদের ২৪ পদের বিপরীতে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আব্দুল মুনিম এবং সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী লায়েক আহমেদ।

নির্বাচন কমিশনার সিপার আহমেদ নির্বাচন পরিচালনায় সবার স্বত:স্ফুর্ত অংশগ্রহণ প্রশংসনীয় উল্লেখ নেতৃত্ব নির্বাচন পর্যন্ত সবার সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

এ সময় নির্বাচন কমিশনার নজরুল আলম সুন্দর ও সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র জমা এবং এখন পর্যন্ত সব কাজ সম্পন্ন করার জন্য সকল প্রার্থী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে বহুল প্রত্যাশিত ২০২৩-২০২৫ কার্যনির্বাহী সংসদের নেতৃত্ব হস্তান্তরে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত সিলেটবাসীদের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদী বেষ্টিত সিলেট বিভাগের চারটি জেলা- সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ও মৌলভীবাজার, তথা দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত অঞ্চল নিয়েই জালালাবাদ এলাকা। আর এ এলাকার প্রবাসী জনগোষ্ঠীর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |