ঢাকারোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

জরিমানা বাতিলের দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ , ০৫:২৩ পিএম


loading/img
ছবি : আরটিভি

জরিমানা বাতিল, স্বাস্থ্যবীমা এবং শিক্ষাবৃত্তি  নিশ্চিতকরণসহ ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

জানা যায়, সর্বশেষ অক্টোবর-২৩ সেশনের ফি নির্ধারিত সময়ে জমা দিতে না পারায় অনেক শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সময়মতো ফি দিয়েও অনেকের জরিমানা ধরা হয়েছে। 

বিজ্ঞাপন

এ প্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবি, এই সেমিস্টারসহ সব অযৌক্তিক এবং অনিয়ন্ত্রিত জরিমানা বাতিল করতে হবে। পাশাপাশি জরিমানা হিসেবে কেটে নেওয়া সেমিস্টার ফি সমন্বয় করতে হবে। বিশেষ বিবেচনায় পরীক্ষার অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীদের জরিমানা কমাতে হবে৷ জরিমানার কারণে শিক্ষাবৃত্তি আটকানো যাবেনা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করতে হবে।

আন্দোলনের এক পর্যায়ে সেখানে উপস্থিত হন গবির ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান এবং প্রক্টরিয়াল বডির সদস্য সিনিয়র সহকারী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন, সহকারী অধ্যাপক শারমিন হক ও সিনিয়র প্রভাষক ড. মো. আলী আজম খান। তারা শিক্ষার্থীদের প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। 

পরবর্তীতে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেন। তাদের দাবি মানা না হলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |