ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

হজ নিবন্ধনের সময় বাড়ানো নিয়ে যা জানালেন মন্ত্রী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪ , ১০:১১ পিএম


loading/img
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান (সংগৃহীত ছবি)

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, সৌদি আরবের সম্মতি পেলে হজ নিবন্ধনের সময় আবারও বাড়ানো হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে জামালপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

ধর্মমন্ত্রী বলেন, হজ নিবন্ধনের সময়সীমা গত ১৮ জানুয়ারি শেষ হয়েছে। এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সঙ্গে আলোচনা করে সময় না বাড়ানোর আল্টিমেটাম দিয়েছি আমরা। তারপরও সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা যদি সুযোগ দেয় তাহলে ব্যবস্থা গ্রহণ করব, নচেৎ এ পর্যন্তই শেষ।

বিজ্ঞাপন

তিনি বলেন, এজেন্সির মালিকদের কারণেই হজের কোটা পূরণ হচ্ছে না। প্রতি বছরই হজ এজেন্সির যারা মালিক তারা শেষ সময়ে কম টাকায় বাড়ি ভাড়া পাওয়ায় জন্য এই পলিসি গ্রহণ করেন। আমরা এটা বন্ধ করতেই এ সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে, এ বছর হজের নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রত্যাশিত সাড়া না মেলায় সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত, পরে সেই সময় ১৮ জানুয়ারি বাড়ানো হয়েছিল। এরপরও হজের কোটা পূরণ হয়নি। এখনও কোটার প্রায় ৭৪ হাজার মুসল্লি বাকি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |