ঢাকাবুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

এক্স ব্যবহারকারীদের জন্য সুখবর

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪ , ০৭:৩০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সাবেক ‘টুইটার’ বর্তমানে ‘এক্স’ নামে পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপটিতে অর্থ লেনদেন (পেমেন্ট) সুবিধা চালুর আরও এক ধাপ এগিয়েছে। সেই সঙ্গে কনটেন্ট নির্মাতাদের আরও বেশি আয়ের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে ইলন মাস্কের এই প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (৬ মার্চ) এক সম্মেলনে ইলন মাস্ক বলেছেন, আমি আগেই জানিয়েছিলাম ‘এক্স’ হবে এভ্রিথিং অ্যাপ। তারই ধারাবাহিতায় অ্যাপটিতে অর্থ লেনদেন (পেমেন্ট) সুবিধা চালুর কাজ শুরু হয়েছিল। তা একধাপ এগিয়েছে। আগামী মাসে ক্যালিফোর্নিয়ায় অর্থ লেনদেনের লাইসেন্স পেতে যাচ্ছে ‘এক্স’। তবে নিউইয়র্কে অনুমতি পেতে আরও কয়েক মাস লাগবে।

বিজ্ঞাপন

এক্সে অর্থ লেনদেন সার্ভিস চালু করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের অনুমোদন প্রয়োজন হবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ও উটাসহ আরও কয়েকটি অঙ্গরাজ্য এক্স প্লাটফর্মকে অর্থ লেনদেনের অনুমোদন দেওয়া হয়েছে। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |