ঢাকাশনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস’র শপথ অনুষ্ঠিত

আবুল হাসান মোল্লা, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ০৫:১২ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস (বাফলা)-এর ২০২৪-২০২৬ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ এবং দায়িত্বভার অর্পণ ও গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮টায় বাফলার কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে সদ্যবিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর সমবেত কণ্ঠে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু করেন। এ সময় বাংলাদেশে ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নির্বাচন কমিশনার হাবিব আহমেদ টিয়া এবং আনোয়ার হোসেন রানার সার্বিক তত্ত্বাবধানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মোর্শেদ হায়দার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি রুশনি আলম, সহসভাপতি মোহাম্মদ আহসান, কার্যনির্বাহী কমিটির নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা , অর্থ সম্পাদক মো. আশরাফ হসাংগঠনিক সম্পাদক রফিকুল হক, পাবলিক রিলেশন সম্পাদক মিজানুল কবীর ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান।

শপথ অনুষ্ঠানে শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান বাফলার সাবেক সভাপতিবৃন্দ ড. আবুল হাসেম, শিপার চৌধুরী, খন্দকার আলম, নজরুল আলম, শামসুদ্দিন মানিক,জসীম আশরাফি ও জিয়া আলম। এ ছাড়াও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া, তরঙ্গ ক্যালফোর্নিয়া, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, ক্যালিফোর্নিয়া বিএনপি, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা, বাংলাদেশ মেলা,আনন্দমেলা, উত্তরন লস অ্যাঞ্জেলস, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইনল্যান্ড এম্পায়ার, সিলেট ওযাল্ড কাউন্সিল, দোহার অ্যাসোসিয়েশন, ভাষানী স্মৃতি সংসদ, গীষ্মবরণ, গ্রেটার খুলনা, ডিসিআই, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, বাঙালির প্রাণসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় শপথ অনুষ্ঠান শেষে নৈশভোজসহ উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন নবনির্বাচিত কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন

নবনির্বাচিত কমিটির সভাপতি রুশনি আলম জানান, লস অ্যাঞ্জেলসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের এক জায়গায় এনে পারস্পরিক সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে কাজ করে যাবে কার্যনির্বাহী সংসদ এবং ঐক্যের বন্ধনে আবদ্ধ করে সর্বোপরি লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ কমিউনিটির স্বার্থে কাজ করে যাবে বাফলা।

বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলস (বাফলা)-এর মাধ্যমে লস অ্যাঞ্জেলসে সকল সংগঠনের মাঝে সেতু বন্ধন তৈরি হবে বলে প্রত্যাশা করেন কমিউনিটির বিশিষ্টজনরা।।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


চলন্ত বাসে মালয়েশিয়ান নারীর শ্লীলতাহানি, বাংলাদেশি যুবক গ্রেপ্তার

আরটিভি নিউজ

শনিবার, ২৪ মে ২০২৫ , ১২:২০ পিএম


চলন্ত বাসে মালয়েশিয়ান নারীর শ্লীলতাহানি, বাংলাদেশি যুবক গ্রেপ্তার
চলন্ত বাসে মালয়েশিয়ান নারীর শ্লীলতাহানি, বাংলাদেশি যুবক গ্রেপ্তার। প্রতীকী ছবি

মালয়েশিয়ায় চলন্ত বাসে স্থানীয় এক নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 

বিজ্ঞাপন

সম্প্রতি মালয়েশিয়ার মেলাকা সেন্ট্রালগামী একটি এক্সপ্রেস বাসে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী নারী নিজেই এই ঘটনার ভিডিও ধারণ করেন, যা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

জানা গেছে, ভুক্তভোগী এক নারী ওই বাসে অভিযুক্তের পাশের আসনে বসেছিলেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ওই বাংলাদেশি যুবক নারীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে অনুমতি ছাড়াই হাত দিচ্ছেন। ওই নারী তাৎক্ষণিকভাবে এই অশালীন আচরণের প্রমাণ হিসেবে ভিডিওটি ধারণ করেন এবং বাসটি গন্তব্যে পৌঁছানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

বিজ্ঞাপন

বাস থেকে নামার সময় ভুক্তভোগী নারীর বাবা অভিযুক্ত বাংলাদেশি যুবকের মুখোমুখি হন এবং ক্ষুব্ধ কণ্ঠে তাকে তিরস্কার করেন। এই বাগবিতণ্ডা বাসের অন্য যাত্রীরাও প্রত্যক্ষ করেন। ভুক্তভোগী নারী পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

এদিকে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর গণপরিবহনে নারীদের নিরাপত্তা এবং যৌন হয়রানি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। নেটিজেনরা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


মিশরে হাসপাতাল থেকে ৮ মাস পর মুক্তি পেলেন অগ্নিদগ্ধ দুই বাংলাদেশি

মিশর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ১০:২৯ পিএম


মিশরে হাসপাতাল থেকে ৮ মাস পর মুক্তি পেলেন অগ্নিদগ্ধ দুই বাংলাদেশি
কিশোরগঞ্জের মো. হান্নান মিয়া (৪২) ও ফরিদপুরের লুৎফর রহমান (২৬)। ছবি: আরটিভি

মিশরের আবু খালিফা হাসপাতালে আট মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় আটকে থাকা দুই অগ্নিদগ্ধ প্রবাসী বাংলাদেশি শেষ পর্যন্ত মুক্তি পেয়েছেন। বাংলাদেশ দূতাবাসের আন্তরিক প্রচেষ্টা ও কৌশলগত হস্তক্ষেপেই তারা মুক্তি পেয়েছেন।

বিজ্ঞাপন

হাসপাতালের প্রায় ১৫ লাখ টাকার বিল মওকুফ করিয়ে গত ২২ এপ্রিল দূতাবাস তাদের হাসপাতাল থেকে মুক্ত করে আনা হয়। এরা হলেন, কিশোরগঞ্জের মো. হান্নান মিয়া (৪২) ও ফরিদপুরের লুৎফর রহমান (২৬)।

জানা যায়, গত সেপ্টেম্বর মাসে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এয়াহিয়া তানভির এই তিন বাংলাদেশিকে মিশরে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রত্যকের কাছ থেকে চার লাখ টাকা নিয়ে অকে-টু- বোর্ড অন-এরাইভ্যাল ভিসায় নিয়ে আসেন মিশরে। কায়রো বিমান বন্দরে নামার পর এদেরকে নিয়ে যাওয়া হয় ইসমাইলিয়া শহরে। সেখানের কান্তা এলাকায় একটি ছোট পোশাক কারখানায় শিক্ষানবিশ হিসাবে মাত্র ১০০ ডলার বেতনে চাকরি দেয় এয়াহিয়া। তিনজন মিলে এক রুমের একটি বাসা ভাড়া নিয়ে দিন কাটছিল ওই তিন প্রবাসীর। 

বিজ্ঞাপন

অক্টোবরে প্রথম সপ্তাহে একদিন কাজ থেকে বাসায় ফিরে রাতের খাবার রান্না করতে গিয়ে সিলিন্ডার গ্যাস বিস্ফোরিত হয়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন তিন জন। স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় প্রথমে তাদেরকে ইসমায়েলিয়া আবু-খালিফা হাসপাতালে ভর্তি করা হলেও ফাইজুল ইসলামের অবস্থা অবনতি হওয়ায় মিশরের পুলিশ তাকে উন্নত চিকিৎসা দিতে নিয়ে যায় জাগজিগ হাসপাতালে। সেখানে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন ফাইজুল। পরিবারের ইচ্ছায় কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস ফাইজুলের লাশ কফিন বন্দি করে পাঠায় দেশে। 

এদিকে কিশোরগঞ্জের মো. হান্নান মিয়া ও ফরিদপুরের লুৎফর রহমান একমাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করতে চাইলে চিকিৎসার ব্যায় বিল পরিশোধ না করায় হাসপাতালেই আটকিয়ে রাখে তাদের।‌

খবর পেয়ে কায়রোস্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মিস সামিনা নাজের নির্দেশে আবু খালিফা‌ হাসপাতালে ছুটে যান দুতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. ইসমাইল হোসেন। তিনি গিয়ে জানতে পারেন দুজনের হাসপাতালের বিল এসেছে ১১ হাজার ইউএস ডলার।

বিজ্ঞাপন

হান্নান ও লুৎফর জানান, তাদের কাছে কোনো টাকা পয়সা এমনকি পাসপোর্ট ও জামা কাপড় কিছুই নেই। সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুই পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারাও বিশাল অংকের এই বিল দিতে অপরাগতা প্রকাশ করে বলে জানান দুতাবাসের কাউন্সিলর। 

এ নিয়ে দূতাবাস, হাসপাতাল, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালি করেও সমস্যার সমাধান না করতে পেরে আবু খালিফা হাসপাতালকে বিল মওকুফ করার জন্য অনুরোধ পত্র পাঠায় দুতাবাস। এরই মধ্যে হাসপাতাল থেকে জানানো হয় যে, এই দুই বাংলাদেশির থাকা খাওয়াসহ বিল এসেছে প্রায় ১৪ হাজার ডলার ১৭ লাখ ৫০ হাজার টাকা। 

হাসপাতাল ও দুতাবাসের মধ্যে দীর্ঘ ছয়মাস দর কষাকষির পর অবশেষে ২ হাজার ডলার (২ লাখ ৫০ হাজার টাকা) পরিশোধ শেষে ২২ এপ্রিল দুতাবাসের শ্রম কাউন্সিলর মো. ইসমাইল হোসেন তাদেরকে মুক্ত করে আনেন। 

কাজের প্রলোভন আর মিথ্যা আশ্বাসে ওকে-টু - বোর্ড অন-এরাইভ্যাল ভিসায় মিশরে লোক আনার কারিগর এয়াহিয়া তানভির ঘটনার পরপরই গা ঢাকা দেয়। তাকে বহুবার ফোন করে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। 

দীর্ঘ ৮ মাস হাসপাতালে বন্দি থেকে বেরিয়ে হান্নান ও লুৎফর জানান, ভাগ্য পরিবর্তনের আশায় মিশরে এসেছিলাম। 
আসার আগে আমাদেরকে বলা হয়েছিল মিশরে থাকা খাওয়াসহ ভালো বেতনের চাকরি দেবে। আসার পর দেখলাম সবই ছিল মিথ্যা আশ্বাস। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর স্যার আমাদের দেখতে আসেন ও কিছু আর্থিক সহযোগিতা করেন। আমাদের চিকিৎসা বিল নিয়ে হাসপাতালের সঙ্গে কথা বলতে বেশ কয়েকবার উনি এখানে এসেছেন। যেহেতু আমাদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে আনা হয়নি সেহেতু দুতাবাস কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও নিতে পারেননি। তারা আরো বলেন, তানভিরের মতো দালালদের‌ মিষ্টি কথার প্রলোভনে অবৈধভাবে প্রতারিত হয়ে আর কেউ যেন এদেশে এসে এমন অবস্থায় না পড়েন।

আজ দীর্ঘ ৮ মাস পর মিশরের মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছি। দুতাবাসের রাষ্ট্রদূত ম্যাডাম সামিনা নাজ ও কাউন্সিলর ইসমাইল স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনাদের সহযোগিতা না পেলে হাসপাতালের এই বিশাল অংকের চিকিৎসা বিল না দেওয়ার কারণে আমাদের জেলে যেতে হতো। আশা করি আমাদের পুড়ে যাওয়া পাসপোর্টি রি- ইস্যু করতে দুতাবাস সাহায্য করবেন।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ০৫:১২ পিএম


মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গরে বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসীকে আটক করেছে সেখানকার অভিবাসন বিভাগ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়ার মেন্টারি কোর্টে অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট টিমের একটি সাঁড়াশি অভিযানে তাদের আটক করা হয়।

শুক্রবার (২৩ মে) সকালে ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, এই মেগা অভিযানে বিভিন্ন সংস্থার ৩৯০ জন কর্মকর্তা ও কর্মী অংশ নিয়েছিলেন। অভিযান চলাকালে বিভিন্ন জাতীয়তার ১,৫৯৭ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে কাগজপত্রহীন ৫৯৭ জনকে আটক করা হয়। তাদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে। আটকদের মধ্যে ৪৭২ জন পুরুষ ও ১২৫ জন নারী রয়েছেন।

আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নাগরিক। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি সময় ধরে অবস্থান করা, পাসের শর্ত লঙ্ঘন করা এবং অবৈধ নথি ব্যবহারের অপরাধে ওই ৫৯৭ অভিবাসীকে আটক করা হয়। তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য তাদেরকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

একই সময়ে পেটালিং জায়া সিটি কাউন্সিল এনফোর্সমেন্ট ডিভিশনও অভিযানে অংশগ্রহণ করে এবং একই বসতির আশপাশে ব্যবসা এবং বিদেশিদের কর্মসংস্থান লক্ষ্য করে একটি সমন্বিত অভিযান পরিচালনা করে।

পেটালিং জায়ার মেয়র মোহাম্মদ জহরি সামিংগন জানান, তার দল স্থানীয় কর্তৃপক্ষের জন্য নির্ধারিত প্রবিধান অনুসারে অনুমোদিত বিধি অনুসারে অভিযান পরিচালনা করেছে। যার মধ্যে রয়েছে অননুমোদিত ব্যবসায়িক প্রাঙ্গণে বিদেশিদের নিয়োগ করা, আবাসস্থলগুলোকে ব্যবসায়িক প্রাঙ্গণ হিসেবে অপব্যবহার করা এবং আবাসস্থলগুলোকে আবাসিক ডরমিটরি হিসেবে ব্যবহারের জন্য কক্ষগুলোতে সংস্কার করা।

জাফরি মালয়েশিয়ানদের অবৈধ অভিবাসীদের নিয়োগ বা সুরক্ষা না দেওয়ার জন্যও সতর্ক করেন। ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী (অপটিজম) আইন ২০০৭-এর বিধান অনুসারে অবৈধ অভিবাসীদের নিয়োগ বা সুরক্ষা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো ব্যক্তি অবৈধ অভিবাসীদের তাদের আবাসস্থলে সুরক্ষা দেন বা থাকতে দেন, যার মধ্যে বাড়িওয়ালাও রয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক

আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ০২:৫০ পিএম


বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক
সংগৃহীত ছবি

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে জেদ্দা কনস্যুলেট। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ মে) সৌদি আরবে বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবিরের সঙ্গে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের এই বৈঠক হয়।

বৈঠকে জেদ্দা চেম্বারের ভাইস চেয়ারম্যান রাঈদ ইব্রাহিম আল-মুদাইহিম, ভাইস চেয়ারম্যান ঈমাদ মোহাম্মাদ আল-আবৌদ এবং চেম্বারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

বিজ্ঞাপন

বাংলাদেশের পক্ষে কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়। 

এছাড়াও উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের খাত ভিত্তিক সম্ভাবনা ও সম্প্রসারণ এবং দুই দেশের চেম্বার অব কমার্স সমূহের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

কনসাল জেনারেল আলোচনায় উল্লেখ করেন সৌদি আরবে বাংলাদেশের রপ্তানি উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে তার অবস্থান সুদৃঢ় রেখেছে। 

বিজ্ঞাপন

তিনি সৌদি বাজারে বাংলাদেশের উচ্চ মানের চামড়াজাত পণ্য, প্লাস্টিক সামগ্রী, হিমায়িত মাছ, কৃষি-প্রক্রিয়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, পাট ও পাটজাত পণ্য, চা এবং হালাল মাংসের মতো বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য রপ্তানি বৃদ্ধির মাধ্যমে পণ্য বহুমুখীকরণের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

এ ছাড়া চেম্বার প্রতিনিধিসহ সৌদি ব্যবসায়ীদেরকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান মাইনুল কবির এবং দুই দেশের চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করেন। 

জেদ্দা চেম্বারের পক্ষ হতে বাংলাদেশ হতে বাণিজ্যিক প্রতিনিধি দলকে সৌদি আরবে আমন্ত্রণ জানানো হয় এবং দুই দেশের ব্যবসায়ীগণের মধ্যে সেক্টরভিত্তিক যোগাযোগ বৃদ্ধি ও বি-টু-বি সভা আয়োজনে সহযোগিতা করা হবে মর্মে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাত এবং একটি বৃহৎ তরুণ জনশক্তির অভ্যন্তরীণ বাজার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

বাংলাদেশ ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে স্বাগত জানিয়ে সৌদি আরবের ভিশন ২০৩০ এবং বিভিন্ন মেগা প্রকল্প ও ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তিগত চাহিদা পূরণে বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরা হয়। 

রেড সিগেট ওয়েটার্মিনাল বাংলাদেশ, সৌদি-বাংলাদেশ শিল্প ও কৃষি বিনিয়োগ কোম্পানি লিমিটেড (এসএবিআইএনসিও) ইত্যাদি প্রকল্পের ন্যায় নবায়নযোগ্য জ্বালানিখাতসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগের আহ্বান জানানো হয়।

বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতিমালার উল্লেখ করে বাংলাদেশে ইকনমিক জোন-এ সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরিশেষে, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা, সৌদি আরবের পক্ষ হতে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন এবং ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সার্বিক সহায়তা প্রদানের জন্য আশ্বাস প্রদান করা হয়।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |