ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

১৮ ফুট লম্বা ঢেঁড়স গাছে ফল, পাড়তে লাগবে মই!  

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ , ১১:৪৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢেঁড়স গাছ সাধারণত ৩ ফুট লম্বা হয়। কিন্তু একেবারে ১৮ ফুট লম্বা ঢেঁড়স গাছের কথা জানলে আশ্চর্য তো হবেনই। কোমর-মাথা পেরিয়ে একেবারে তাল গাছের সঙ্গে টক্কর দিচ্ছে এই অসামান্য ঢেঁড়স গাছ ! 

বিজ্ঞাপন

১৮ ফুট লম্বা এমনই ঢেঁড়স গাছের দৌলতে বিশ্বজয়ের পথে ভারতীয় বিজ্ঞানী। এই কীর্তির জন্য ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে’ আবেদন করতে চলেছেন তিনি।

ভারতে ভোপালে সিএসআইআর-এর বিজ্ঞানী সন্দীপ সিংহাই। যিনি নিজের বাড়ির বাগানে বেশ কিছু ঢেঁড়স গাছ রোপন করেন। যার মধ্যে একটি গাছ দৈর্ঘ্যে ১৮ ফুট বেড়ে ওঠে। বাকি আরও ২টি গাছ ১০ ফুট করে লম্বা হয়। তাতে ঢেঁড়সও হয় প্রচুর পরিমাণে। 

বিজ্ঞাপন

বিজ্ঞানীর দাবি, গাছ রোপণের সময় তার কোনও ধারণাই ছিল না ঢেঁড়স গাছ এতখানি লম্বা হতে পারে। বেনজির এই ঘটনার জেরে ডা. সন্দীপ ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে’ নিজের নাম নথিভুক্ত করার উদ্যোগ নিয়েছেন। কারণ এখনও পর্যন্ত বিশ্ব রেকর্ড গড়া ঢেঁড়স গাছের উচ্চতা ১৬ ফুট ৪ ইঞ্চি।

সাধারণত ঢেঁড়স গাছের উচ্চতা হয় ৩ ফুট। কখনও এর উচ্চতা ৫ ফুট পর্যন্ত হতে পারে। তবে একটি ঢেঁড়শ গাছের দৈর্ঘ্য ১৮ ফুট পর্যন্ত হওয়াটা নিঃসন্দেহে আশ্চর্যজনক তা মেনে নিচ্ছেন কৃষিবিদরা। 

বিজ্ঞাপন

বিজ্ঞানী সন্দীপ বলেন, পৃথিবীর সর্বোচ্চ এই ঢেঁড়স গাছে ফলও বেশ ভালোই হয়। তবে সমস্যা হলো গাছ থেকে ফল পাড়তে রীতিমতো বেগ পেতে হয় সন্দীপ ও তার স্ত্রী শিল্পাকে। ঢেঁড়স পাড়তে মই ব্যবহার করেন তারা। 

বিজ্ঞাপন

সন্দীপের স্ত্রী বলেন, সাধারণ ঢেঁড়স গাছ ভেবেই বাগানে এটি রোপণ করেছিলেন তারা। তবে এ যে এভাবে বিশ্বসেরা হয়ে উঠতে পারে এ আমাদের স্বপ্নেরও অতীত ছিল।

আরটিভি/এফআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |