ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

২০২৫ সালে ১২ কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে স্কুলের পরীক্ষা  

আরটিভি নিউজ

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ , ১১:৩১ এএম


loading/img

সারাদেশে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২০২৫ সালের শিক্ষাপঞ্জি খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। খসড়ায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধ-বার্ষিক, প্রাক-নির্বাচনী, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়েছে। এতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রত্যেকটি পরীক্ষা ১২ কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে বলে শিক্ষাপঞ্জিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

২০২৫ সালের খসড়া শিক্ষাপঞ্জি অনুযায়ী- ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে আগামী শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আর এ পরীক্ষার ফল ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। এ ছাড়া ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৪ জুন, যা চলবে ১০ জুলাই পর্যন্ত। তবে অনুমোদনের পর শিগগিরই চূড়ান্ত শিক্ষাপঞ্জিটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এ ছাড়া ২০২৫ সালের খসড়া শিক্ষাপঞ্জি অনুযায়ী- দশম শ্রেণিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৪ জুন শুরু হয়ে চলবে ১০ জুলাই পর্যন্ত এবং ২৭ জুলাইয়ের মধ্যে সব অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। নির্বাচনী পরীক্ষা শুরু হবে ১৬ অক্টোবর। এ পরীক্ষা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে শিক্ষাপঞ্জিতে নির্বাচনী পরীক্ষার ফলাফল ১০ নভেম্বরের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, ২০২৫ সালের শিক্ষাপঞ্জি খসড়া শিক্ষাপঞ্জি অনুমোদনের পর চূড়ান্ত হবে। তবে পরীক্ষার যে তারিখগুলো বলা হয়েছে বা ছুটির যে বিষয়গুলো রয়েছে, তাতে খুব বেশি পরিবর্তন আসবে না। দ্রুত এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |