• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

যেসব আইফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:১১
যেসব আইফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ প্রতিদিন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। চ্যাট নিরাপত্তা, এইচডি কোয়ালিটি ছবি, ভিডিও আদান-প্রদান করা যায় খুব সহজে।

প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নানান ফিচার যুক্ত করছে। এবার নতুন ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ এখন একটি নতুন কিউআর কোড ফিচার আনছে, যা ইউজারদের যেকোনো কন্টেন্ট শেয়ার করতে সহায়ক হবে।

এবার আইফোনে এই অ্যাপ ব্যবহারের সুযোগ আর পাচ্ছেন না। বেশ কিছু আইফোনে বন্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে কার্যকর হবে এই নিয়ম।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর প্রতিবেদন থেকে জানা গেছে, শিগগিরই আইফোনে বন্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। মূলত পুরোনো আইফোন মডেলগুলোর জন্য সাপোর্ট বন্ধ করবে মেটা। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ৫ মে থেকে কার্যকর হবে এই নিয়ম।

এতে আরও বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, আইফোন ১৫ কিংবা তার থেকে পুরোনো অপারেটিং সিস্টেমের সাহায্যে যেসব আইফোন পরিচালিত হয় সেগুলোতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ। এই তালিকায় থাকতে চলেছে আইফোন ৬ প্লাস, আইফোন ৬, আইফোন ৫এস। নতুন আইফোনের মডেল যেগুলো আইফোন ১৫-র থেকে বেশি ভার্সনের আইওএস দ্বারা পরিচালিত হয় সেগুলোতে স্বাভাবিকভাবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।

এ ছাড়া আইওএস ১২-এর কম ভার্সনের আইওএস-এর সাপোর্ট থাকলে সেই ফোনে আর কাজ করে না হোয়াটসঅ্যাপ। তবে আগামী ২০২৫ থেকে এই মাপকাঠি হতে চলেছে আইওএস ১৫.১।

কেন এই পরিবর্তন আনছে WhatsApp

ওয়েবিটাইনফো জানিয়েছে, আইওএস-এর নতুন প্রযুক্তিগত সুবিধাগুলো ব্যবহার করার জন্য নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, নতুন আইওএস ভার্সনগুলো আপডেট এপিআই এবং নতুন প্রযুক্তি সরবরাহ করে যা হোয়াটসঅ্যাপকে নতুন ফিচার প্রয়োগ করতে সহায়তা করে।

এদিকে অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের মত ভারতে লাখ লাখ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। বিপল সংখ্যক ব্যবহারকারী থাকায় হ্যাকাররা মেটা মালিকানাধীন অ্যাপটিকে বারবার টার্গেট করে। এর ফলে নতুন নিয়ম আনে অ্যাপটি। সম্প্রতি এই নিয়ম না মানার কারণে অক্টোবর মাসে ভারতের প্রায় ৮৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসেও তারা ভারতে ৮৫ লাখেরও বেশি খারাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। এই অ্যাকাউন্টগুলোর মধ্যে ১৬ লাখ ৫৮ হাজার অ্যাকাউন্ট সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। ব্যবহারকারীদের কোনো অভিযোগ আসার আগেই তা নিষিদ্ধ করা হয়। সেপ্টেম্বর মাসে মোট ৮ হাজার ১৬১টি অভিযোগ জমা পড়ে যার মধ্যে ৯৭টি মামলার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হয়।

আরটিভি/একে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
ব্যবহারকারীদের জন্য নতুন চমক আনলো হোয়াটসঅ্যাপ
সাড়ে তিন ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ 
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ