লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ফি বেড়েছে চার সেবার
মাত্র একদিনের নোটিশে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চারটি সেবার ফি বাড়ানো হয়েছে। এর মধ্যে ব্রিটেনে বসবাসরত বিদেশি পাসপোর্টধারীদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসা ফি ৪৬ ইউরো থেকে বাড়িয়ে ৭০ ইউরো করা হয়েছে। ব্রিটিশ পাসপোর্টধারীদের জন্যও একই নিয়ম করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকের মতে, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব সৃষ্টির জন্যই হঠাৎ করে বিভিন্ন সেবা গ্রহণের ফি বাড়ানো হয়েছে।
তবে, হাইকমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এটা সরকারের সিদ্ধান্ত। সব দেশের জন্যই এটা বাড়ানো হয়েছে। এখানে হাইকমিশনের কিছু করার নেই।
আরেকজন কর্মকর্তা জানান, সরকার গত চার তারিখ থেকে ফি বাড়িয়ে তা অবিলম্বে কার্যকর করার কথা বলেছে। কিন্তু, লন্ডন হাইকমিশনে এখনও পুরনো রেটে ফি গ্রহণ করা হচ্ছে। ব্রিটেনে তা আগামী ১৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
তিনি আরও জানান, নো ভিসা, নাগরিকত্ব ত্যাগ, দ্বৈত নাগরিকত্ব ও পুলিশ ক্লিয়ারেন্স; শুধু এ চারটি সেবার ফি বেড়েছে। বাকি সব সেবার ফি অপরিবর্তিত আছে।
প্রসঙ্গত, ব্রিটেনে কয়েক লাখ বাংলাদেশি বসবাস করেন। তাদের বেশিরভাগই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নো ভিসা নিতে হয় তাদের। প্রতি বছর ডিসেম্বর মাসে ছুটির সময়ে কয়েক হাজার ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি তাদের পরিবার নিয়ে দেশে আসেন।
আরটিভি/এসএইচএম
মন্তব্য করুন