• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

রোমে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

ইতালি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:১৫

যথাযোগ্য ‌মর্যাদায় বাংলাদেশ দূতাবাস রোমের উদ্যোগে “আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং “জাতীয় প্রবাসী দিবস-২০২৪” পালিত হয়। বুধবার (১৮ ডিসেম্বর) দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ ও প্রবাসী বাংলাদেশিগণ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

“আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং “জাতীয় প্রবাসী দিবস-২০২৪” উপলক্ষে দূতাবাসে আয়েজিত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করা হয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রেরিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মান্যবর রাষ্ট্রদূত ইতালিতে বাংলাদেশিদের অভিবাসন বিষয়ে একটি সংক্ষিপ্ত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করেন। পরবর্তীতে আমন্ত্রিত ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইতালি প্রবাসীদের মধ্য হতে মানি এক্সচেঞ্জের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, প্রবাসীদের ইমিগ্রেশন সহায়তা প্রদানকারী সংস্থা, ব্যবসায়ী, চাকরীজীবি, বিশিস্ট ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রবাসীদের অধিকার এবং দূতাবাসের সেবা কার্যক্রম বিষয়ে তাদের পরামর্শ এবং প্রত্যাশা তুলে ধরেন। রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে বৈধপথে রেমিটেন্স প্রেরণে ইতালিতে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন প্রবাসীদের সেবা নিশ্চিতকরণে দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসীদের অধিকার, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিতকল্পে দূতাবাস হতে গৃহীত পদক্ষেপসমূহ এবং বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের উদ্যোগ ও পরিকল্পনাসমূহ তিনি তুলে ধরেন।

“আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং “জাতীয় প্রবাসী দিবস-২০২৪” উদযাপনের অংশ হিসেবে দূতাবাসে আগত প্রায় চারশতাধিক কনস্যুলার সেবাপ্রার্থী প্রবাসী বাংলাদেশিদেরকে উন্নত সেবা এবং আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রেরিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে দূতাবাস হতে সপ্তাহব্যাপী বিশেষ সেবা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপন
ট্রানজিট পয়েন্ট পরিদর্শন নেপাল দূতাবাস কর্মকর্তার
দামেস্কে ইরানি দূতাবাসে হামলা-ভাঙচুর
ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস