• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

নতুন ইউনিকর্ন বাইক আনল হোন্ডা

আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:০৯
ছবি: সংগৃহীত

হোন্ডার জনপ্রিয় মোটরসাইকেল সিবি ইউনিকর্ন সম্প্রতি নতুন রূপে আন্তর্জাতিক বাজারে এসেছে। ২০২৫ এডিশনের এই বাইকে নতুন বেশ কিছু ফিচার যোগ করা হয়েছে।

হোন্ডার এই বাইকে একটি ১৬৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, ফুয়েল ইঞ্জেক্টেড পেট্রোল ইঞ্জিন রয়েছে। আরও অসংখ্য ফিচার থাকছে নতুন এই বাইকে।

হোন্ডা ইউনিকর্নের এই নতুন ভার্সনে ইনস্টল করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এর সঙ্গে সঙ্গে এলইডি হেডল্যাম্প, সার্ভিস রিমাইন্ডার, ১৫ ওয়াটের ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এই বাইকে রয়েছে। এই বাইক আবার গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং একটি ইকো ইন্ডিকেটরের সঙ্গে বাজারে এসেছে।

২০২৫ এডিশনের হোন্ডা ইউনিকর্নে ব্যবহৃত হয়েছে একটি আপডেটেড ১৬২.৭১ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। যা ওবিডি২বি নিয়মাবলী মেনে তৈরি। এই ইঞ্জিনটি আগের মডেলের তুলনায় সামান্য বেশি পাওয়ার এবং টর্ক উৎপ পালনকারী ইঞ্জিনটি ১৩ বিএইচপি এবং ১৪.৫৮ এনএম টর্ক উৎপন্ন করে। মোটরসাইকেলটিতে পাঁচ-গতির গিয়ারবক্স যুক্ত রয়েছে। এটি যাত্রাপথে মসৃণ অভিজ্ঞতা প্রদান করবে।

হোন্ডার এই নতুন বাইক ৩টি রঙের বিকল্প নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং রেডিয়ান্ট রেড মেটালিক রং। বাইকের অন রোড দাম ভারতীয় বাজারে ১ লাখ ৩৪ হাজার রুপি থেকে শুরু।

সূত্র: হিন্দুস্থান অটো

আরটিভি/এমএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোন্ডায় চাকরির সুযোগ, প্রয়োজন কম্পিউটারে দক্ষতা
বিশ্বের সবচেয়ে ছোট ইলেকট্রিক স্কুটার আনলো হোন্ডা
হোন্ডায় চাকরির সুযোগ, থাকবে যেসব সুবিধা
বাংলাদেশ হোন্ডায় চাকরির সুযোগ