নিজস্ব ফ্যাক্টচেকিং ব্যবস্থায় তাক লাগাতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ 

আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ১০:৪৮ এএম


নিজস্ব ফ্যাক্টচেকিং ব্যবস্থায় তাক লাগাতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ 
ফাইল ছবি

এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং ও কলিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করছে কর্তৃপক্ষ। সে ধারাবাহিকতায় এবার নিজস্ব ফ্যাক্টচেকিং ব্যবস্থা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই যে কোনো তথ্য কিংবা ছবির সঠিকতা যাচাই করতে পারবেন নিজেরাই। 

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপ তার নতুন এই ফিচারটির নাম রেখেছে রিভার্স ইমেজ সার্চ। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজে ভুয়া সংবাদ বা মিথ্যা ছবি শনাক্ত করতে পারবেন। এমনকি সেগুলোর আসল উৎস সম্পর্কেও জানতে পারবেন।  

নতুন ফিচারটি ব্যবহারকারীদের গুগলে একটি ছবি আপলোড করার মাধ্যমে রিভার্স ইমেজ সার্চ করার সুযোগ দেবে। যা তাদের শেয়ার করা ছবির সত্যতা যাচাই করতে সাহায্য করবে। বিশেষভাবে বিকৃত বা প্রসঙ্গের বাইরে থাকা ছবিগুলি চিহ্নিত করতে কাজে লাগবে।

বিজ্ঞাপন

রিভার্স ইমেজ সার্চ ফিচারটি ওভারফ্লো মেন্যুর মাধ্যমে অ্যাক্সেস করা যাবে, যা ইমেজ ভিউয়িং ইন্টারফেসের তিন-ডট বাটনে ক্লিক করে সক্রিয় করা যাবে। ফিচারটি চালু করার পর ছবিটি সরাসরি গুগলে আপলোড হবে এবং গুগল রিভার্স ইমেজ সার্চ প্রক্রিয়া সম্পন্ন করবে। তবে, হোয়াটসঅ্যাপ নিজে কোনোভাবেই ছবির কন্টেন্টে প্রবেশাধিকার রাখবে না।

বেটাইনফো এর প্রতিবেদন অনুযায়ী, এই ফিচার সংযুক্ত করার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এমন কন্টেন্ট শেয়ার এবং গ্রহণের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করতে চায়, যেখানে ভুল তথ্য বা বিকৃত মিডিয়ার আশঙ্কা থাকতে পারে। নির্ভরযোগ্য রিভার্স ইমেজ সার্চ ব্যবহারকারীদের দ্রুত ছবির উৎস শনাক্ত করতে এবং তার বিশ্বাসযোগ্যতা মূল্যায়ন করতে সাহায্য করবে। এছাড়াও এটি একটি অতিরিক্ত নিরাপত্তা দেবে, যাতে ব্যবহারকারীরা অ্যাপ ছাড়াই বিভ্রান্তিকর কন্টেন্ট চিহ্নিত করতে পারেন।

আরটিভি/এসএইচএম
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission