গ্ৰিসে ঢাকাবাসীর উদ্যোগে ইংরেজি নববর্ষ উদযাপন
বৃহত্তর ঢাকা পরিষদ ইন গ্ৰিসের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্প্রতি উদযাপন করা হয়েছে ইংরেজি ২০২৫ বর্ষবরণ।
বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনাসহ অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান ও তার পরিষদ এবং গ্রিসে বসবাসকারী নারী পুরুষ বিশিষ্ট ব্যবসায়ী ও আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক সাংবাদিক নেতৃবৃন্দদের নিয়ে আনন্দ উৎসবে সাংস্কৃতিক ও নৈশভোজের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ উদযাপন করে।
গত শনিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনাকে ফুল দিয়ে বরণ করে নেন বৃহত্তর ঢাকা পরিষদ ইন গ্ৰিসের সভাপতি হাজী মোক্তার হোসেন, প্রধান উপদেষ্টা ইদ্রিস আলী আজিজ ও সাধারণ সম্পাদক এস আলম সাইদুল। অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন বাংলাদেশ কমিউনিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ও সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিম।
রাষ্ট্রদূত তার বক্তব্যে জুলাই আগস্টের নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহত ও পঙ্গু হয়েছেন তাদের দ্রুত সুস্থতা ও সমবেদন প্রকাশ করেন।
ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশি অধ্যুষিত ওমোনিয়ার একটি রেস্টুরেন্টি ছিল নারী পুরুষে কানায় কানায় ভরতি। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দোয়েল সাংস্কৃতিক সংগঠন শিল্পী গোষ্ঠীর মন মাতানো গান।
মন্তব্য করুন