ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সিরাজগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৮ অক্টোবর ২০১৬ , ১১:১৭ এএম


loading/img

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ফুলবাড়ি চরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

নিহতের নাম মনিরুল ইসলাম মনি। তিনি বেলকুচির রাজাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তার বাবার নাম আজিজুল হক।

পুলিশ জানায়, গেলো শুক্রবার রাতে মনিরুল তার ভাগ্নে রাসেল শেখকে সঙ্গে নিয়ে যমুনা’র দুর্গম চরাঞ্চল ফুলবাড়ি যায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে তাকে হত্যা করে। এ সময় রাসেলও গুলিতে গুরুতর আহত হন। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরুলের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ডিএইচ/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |